সিঙ্গার সেলাই মেশিনের দাম কত
সিঙ্গার সেলাই মেশিনের দাম কত। আপনি কি সিঙ্গার সেলাই মেশিনের দাম নিয়ে চিন্তিত? সিঙ্গার সেলাই মেশিনের দাম জানতে চান, কিন্তু পারছেন না? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
আজকের এই আর্টিকেলে সিঙ্গার সেলাই মেশিনের দাম ও সিঙ্গার সেলাই মেশিনের অন্যন্ন বৈশিষ্ট নিয়ে আলোচনা করা হবে। আপনি যদি না জেনে থাকেন। তাহলে এই আর্টিকেলটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন।
পেজ সুচিপত্রঃ
- সিঙ্গার সেলাই মেশিনের দম কত
- সিঙ্গার হোম সেলাই মেশিনের দাম কত
- সিঙ্গার সেলাই মেশিনের বৈশিষ্টি
- সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিন
- সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিনের দাম কত
- সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন
- সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনের দাম কত
- শেষ কথা
সিঙ্গার সেলাই মেশিনের দম কত
বর্তমান বিশ্বে কাপড়ের চাহিদা ব্যাপক। কিন্তু এই কাপড় তৈরীর জন্য যেই জিনিসটার প্রয়োজন পড়ে সেটা হলো সেলাই মেশিন। কারণ, সেলাই মেশিন ছাড়া কাপড় তৈরী করা যায় না। তবে আপনি যদি একজন কাপড় বিক্রেতা বা কাপড় তৈরীর দোকানের মালিক হয়ে থাকেন। তাহলে নিশ্চয় আপনার কাপড় তৈরীর জন্য সেলাই মেশিনের প্রয়োজন হবে।
অত:এব আপনার উদ্দেশ্যে বলে রাখি, আপনি যদি আপনার কারখানার কাপড় তৈরীর জন্য সেলাই মেশিন কিন্তে চান তাহলে নি:স্বন্দেহে সিঙ্গার সেলাই মেশিন কিন্তে পারেন। কারণ, অন্যন্ন সেলাই মেশিনের তুলনায় সিঙ্গার সেলাই মেশিনের কাপড় সেলাইয়ের ক্ষমতা অত্যন্ত আধুনিক। তবে সেলাই মেশিনের মডেল ভেদে ভিন্নি হয়ে থাকে।
সিঙ্গার হোম সেলাই মেশিনের দাম কত
যারা একদমই নতুন এবং ঘরে বসে সেলাই মেশিনের কাজ শিখতে চান বা প্যাক্টিস করতে চান তাদের জন্য সিঙ্গার হোম সেলাই মেশিনই ভালো হবে। কারণ, অন্যন্ন মেশিনের তুলনায় সিঙ্গার সেলাই মেশিনের সেলাই করার যে ক্ষমতা সেটা অত্যন্ন দ্রুতগতি সম্পন্ন। এবং সেলাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি থাকেনা। অত:এব প্যাক্টিসের ক্ষেত্রে সিঙ্গার হোম সেলাই মেশিনই আপনার জন্য ভালো হবে।
আরো পড়ুনঃ সিঙ্গার সেলাই মেশিনের দাম কত
তবে আপনি নিশ্চয় ভাবছেন যে, সিঙ্গার হোম সেলাই মেশিনের দাম কত হবে। কোনো মানুষ যখন কোনো পণ্য কিনতে যায় তবে সেটা কেনার আগে তার দাম জানার চেষ্টা করে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। যেহেতু অন্যন্ন সেশিনের তুলনায় সিঙ্গার সেলাই মেশিনের সেলাই করার ক্ষমতা একটু বেশি, অন্যন্ন মেশিনের তুলনাই এই মেশিনের দামও একটু বেশি।
যেহেতু সিঙ্গার হোম সেলাই মেশিনের মধ্যে অনেক মডেলের মেশিন রয়েছে । তাই মডেল ভেদে এই মেশিনের দাম হয়ে থাকে। আপনার যদি বাজেট কম থেকে থাকে তাহলে আপনি একটু নিম্ম মানের সেলাই মেশিন কিনতে পারেন, যার দাম ৫০০০ হাজার থেকে ৬০০০ হাজার এর েমধ্যে সীমাবদ্ধ। আর যদি আপনার বাজেট একটু বেশি থাকে, তাহলে ভালো মানের নিতে পারেন যার দাম ৭৫০০ থেকে ৮২০০ টাকা।
সিঙ্গার সেলাই মেশিনের বৈশিষ্টি
সেলাই মেশিন কেনার আগে আপনি নিশ্চয় জানতে চাচ্ছেন সেলাই মেশিনের সম্পর্কে জানতে, যেমন- কোন সেলাই মেশিনটি সবচেয়ে ভালো হবে, কোন মেশিনটির গুণগত মান বেশি, কাপড় সেলাইয়ের গতি কতটুকু, সেলাইয়ের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকে কিনা , আরো অনেক কিছু। তবে আপনি যদি কাপড় সেলাইয়ে একদমই নতুন হয়ে থাকেন।
অথবা বাড়িতে প্যাক্টিসের জন্য সেলাই মেশিন কিনতে চান তাহলে আপনি মেশিন হিসেবে সিঙ্গার সেলাই মেশিনই কিনতে পারেন। কারণ, অন্য সব মেশিনের তুলনায় এই মেশিনটি সেলাইয়ের দিক দিয়ে যেমন ভিন্ন, তেমন বৈশিষ্টের দিক দিয়েও ভিন্ন। তবে এই সেলাই মেশিনের কিছু বৈশিষ্ট রয়েছে। এই বৈশিষ্ট গুলো দেখেও আপনি মেশিনটি কিনতে পারেন। বৈশিষ্ট গুলো হল-
- অন্য মেশিনের তুলনায় অনেক দ্রুতগতিতে সেলাই করার ক্ষমতা
- এই মেশিনের সকল কিছুই অধিক টেকসই
- এই মেশিন অন্যন্ন মেশিনের তুলনায় ২০ গুণ দ্রুতগতি সম্পন্ন
- সহজেই মেরামত করা যায়
সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিন
আপনি কি একজন কাপড় তৈরীর কারিগর, অথবা কাপড় তৈরীর জন্য কারখানা দেওয়ার পরিকল্পনা করেছেন। তাহলে নিশ্চয় সেলাই মেশিন কেনার কথাও ভাবছেন, যদি আপনি কাপড় তৈরীর জন্য সেলাই মেশিন কিনতে চান। তাহলে সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিন কিনতে পারেন। কেননা, আপনার কারখানার অধিক কাপড় তৈরীর জন্য এবং কাষ্টমারের চাপ সামলানোর জন্য।
নিশ্চয় দ্রুতগতি সম্পন্ন সেলাই মেশিনের প্রয়োজন হবে। তাই দ্রুতগতিতে সেলাইয়ের কাজ শেষ করার এবং কাষ্টমারের চাপ সামলানোর জন্য আপনি সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিন কিনতে পারেন। সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিন অন্য মেশিন বা হোম সেলাই মেশিনের তুলনায় কয়েকগুন বেশি গতিতে সেলাই করে থাকে।
সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিনের দাম কত
আপনি যেহেতু সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিন কেনার কথা ভাবছেন, সেহেতু নিশ্চয় আপনি সেলাই মেশিনের দামও জানতে চান। আমি আগেও বলেছি সেলাই মেশিনের মডেল ভেদে সেলাই মেশিনের দাম হয়ে থাকে। কারণ, সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিনের অনেক ডিজাইন বা মডেল রয়েছে। সাধারণত ডিজােইন বা মডেলের উপর ভিত্তি করে সেলাই মেশিনের দাম ধরা হয়।
তবে আপনি এই মডেলটি নিতে পারেন, মডেলটি হলো SRSM-SME-1408 এই মডেলের সেলাই মেশিনটি অনেক দ্রুতভাবে কাপড় সেলাই করে, এবং দামেও প্রায় অনেকটা সাশ্রয়ী। সিঙ্গার ইলেক্ট্রিক সেলাই মেশিনের দাম মাত্র (৮৯৯০ টাকা)।
সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন
এই আর্টিকেলে উপরে বর্ণিত যে সকল সেলাই মেশিনের কথা আলোচনা করা হয়েছে। তার মধ্যে সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনের সেলাই করার ক্ষমতা অত্যধিক বেশি। এই মেশিন অন্যন্ন মেশিনের তুলনায় ২০ গুণ দ্রুত গতিতে সেলাই কাজ শেষ করে থাকে। অতঃএব যারা ইন্ডাস্ট্রিয়াল অর্থাত বড় বড় গার্মেন্ট কোম্পানির জন্য সেলাই মেশিন কেনার কথা ভাবছেন, তারা সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন কিনতে পারেন।
সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিনের দাম কত
যেহেতু সিঙ্গার ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন অন্যন্ন মেশিনের তুলনায় ২০ গুণ দ্রুত গতিতে কাজ সম্পন্ন করে। এবং অনেক ভালো মানের সেলাই মেশিন। তাই এর দামও নিশ্চয় অনের বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে এই মেশিনের দুটি মডেলের নাম এবং দাম নিচে দেওয়া হলো-
মডেলঃ SRSM-ZJ9513G
দামঃ (২০,৪৯০ ) টাকা
মডেলঃ SRSM-ZJ-A6000-G
দামঃ (২১,৪৯০) টাকা
শেষ কথা
এই আর্টিকেলে আমরা সিঙ্গার সেলাই মেশিনের কার্যকারীতা, দাম বৈশিষ্ট নিয়ে আলোচনা করেছি। তবে আপনার উদ্দেশ্যে বলে রাখি, আপনি যদি একজন কারিগর বা নতুন কাপড় সেলাইয়ের কারখানার মালিক হয়ে থাকেন। তাহলে আপনি নিঃস্বন্দেহে ওপরে বর্ণিত মডেলের সেলাই মেশিনগুলো নিতে পারেন। অথবা আপনি যদি প্র্যাক্টিস বা শেখার জন্য সেলাই মেশিন নিতে চান।
তাহলে সিঙ্গার হোম সেলাই মেশিন নিতে পারেন। তবে সেলাই মেশিন কেনার জন্য আপনার যদি এই ব্যাপারে কোনো ধারণা না থাকে তাহলে আপনি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি এই আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে। এই ধরনের আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url