ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে ২০২৩
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে ২০২৩। আপনি কি জানেন? ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি কাগজপত্র লাগে। কিভাবে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হয়। এবং ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে কত টাকা খরচ হয়, যদি না জেনে থাকেন, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।
আজকের এই আর্টিকেলে আমরা ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে। ভিসা পেতে কতদিন সময় লাগে, এবং আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা চেক করার নিয়ম, ভিসার মেয়াদ কতদিন, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন সে বিষয় সম্পর্কে অবগত হওয়া যাক।
পেজ সুচিপত্র:
- ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে ২০২৩
- ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ভিসা করতে কত টাকা লাগে
- ভিসা পেতে কতদিন সময় লাগে
- ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন
- ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভিসা চেক করুন
- কেন ভিসা চেক করবেন
- ভিসার জন্য আবেদন করবেন যেভাবে
- লেখকের শেষ কথা
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে ২০২৩
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে সে বিষয়ে অনেকেই অজানা। আপনি যদি আপনার নিজের দেশ থেকে অন্য দেশে যেতে চান তবে সে দেশে যাওয়ার আগে সেই দেশে সরকার কর্তৃক অনুমতি নেওয়া লাগে। আর এই অনুমতি নেওয়া হয় ভিসার মাধ্যমে। কিন্তু, ভিসা পেতে হলে প্রথমে আপনাকে একটি পাসপোর্ট তৈরি করতে হবে।
কারণ, পাসপোর্ট ছাড়া ভিসা আবেদন করা যাবে না। এবং এই পাসপোর্ট সহ ভিসার আবেদনের জন্য সকল ডকুমেন্ট, এবং ভিসা প্রসেসিং এর জন্য নির্দিষ্ট ফি, ভিসা অফিসে জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। তাহলে আপনার ভিসার আবেদনটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তবে আপনি যদি ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান।
তাহলে, ভিসার আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগে, ভিসা করতে কত টাকা খরচ হয়, ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগে, এবং ভিসার মেয়াদ কতদিন থাকে। সেই সকল বিষয়গুলি আপনি আমাদের এই আর্টিকেল থেকে জানতে পারবেন। তবে জানতে হলে এই আর্টিকেলটি আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদনের পূর্বে প্রথমে আপনাকে একটি পাসপোর্ট তৈরী করতে হবে। এবং প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট, এবং ভিসা প্রসেসিং এর জস্য নির্দিষ্ট ফি, ভিসা অফিসে জমা দিতে হবে। তবে ভিসার আবেদনের জন্য যে সকল তথ্যবলির প্রয়োজন নিচে তা উল্লেখ করা হল।
- আপনার মূল পাসপোর্ট
- ল্যাবপ্রিন্ট করা দুইকপি ছবি যা অন্য ভিসাই ব্যবহার করা হয়নি
- পাসপোর্ট সাইজের দুইকপি রঙ্গিন ছবি
- ভিসার আবেদন ফর্ম
- আর্থিক স্বচ্ছলতার প্রমানপত্র
- বসবাস স্থলের প্রমানপত্র
- বিদ্যুত বিল, গ্যাস বিল, ও অন্যন্ন বিলের কাগজের ফটোকপি
- পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬মাস থাকতে হবে
- যদি পুরোনো ভিসা থাকে যার মেয়াদ এখনও রয়েছে, তবে সেই ভিসা জমা দিতে হবে
ভিসা করতে কত টাকা লাগে
এই আর্টিকেলের উপরের অংশে ভিসা করতে কি কি কাগজপত্র লাগে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এইবার আমরা ভিসা করতে কত টাকা লাগে সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে একটি কথা বলি, যদি কেউ তার নিজ দেশ থেকে অন্য কোনো দেশে যেতে চাই, হোক সেটা কাজের জন্য বা চিকিৎসার জন্য কিংবা ভ্রমনের জন্য
তাহলে সেই দেশের অনুমতি সাপেক্ষে, প্রয়োজনীয় কাগজপত্র, এবং ভিসার প্রসেসিং হওয়ার জন্য তার একটি নির্দিষ্ট প্রসেসিং ফি রয়েছে। সেই ফি সহ কাগজপত্র ভিসা অফিসে জমা দিয়ে ভিসা আসার জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু আপনি নিশ্চয় জানতে চাচ্ছেন যে, ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে মোট কত টাকা খরচ হয়।
দেখুন, আপনি যেই দেশে যান না কেনো ভিসা করাটা অবশ্যই আপনার জন্য বাধ্যতামূলক।কারণ, কোনো দেশে প্রবেশের জন্য ভিসাটাই হচ্ছে তার অনুমতি। তবে, আপনি যদি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে চান তাহলে আপনাকে ৮০০০ টাকা মতো খরচ করা লাগবে। আর যদি আপনি দালাল দ্বারা করতে চান তাহলে এর জন্য আরো অতিরিক্ত কিছু টাকা আপনাকে বেশি খরচ করা লাগবে।
তবে আমি আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলে রাখি যে, ভিসা করতে কোনো ফি লাগেনা। শুধু ভিসার প্রসেসিং হওয়ার জন্য আপনাকে প্রায় ৮০০০ টাকা মতো খরচ করতে হবে। আর সেটা দালাল কতৃক হলে আরো একটু বেশি টাকা আপনাকে খরচ করতে হবে।
ভিসা পেতে কতদিন সময় লাগে
আপনি নিশ্চয় জানতে চাচ্ছেন যে, ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে কতদিন সময় লাগে। ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য সকল ডকুমেন্ট জমা দিয়ে আবেদনের পর ভিসার জন্য আপনাকে ৩৫ থেকে প্রায় ৪৫ দিন মতো অপেক্ষা করতে হয়। যদিও এই মেয়াদটা আগে কম ছিল। কিন্তু, বর্তমানে ইন্ডিয়ান ভিসার চাহিদা ব্যাপক হওয়ার কারণে।
আরো পড়ুনঃ অনলাইর থেকে আয়ের সেরা ১৪টি উপায়
এই মেয়াদটা বাড়িয়ে দেওয়া হয়েছে। অতঃএব আপনাকে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পাওয়ার জন্য এই সময়টা অপেক্ষা করতে হবে। কিন্তু, আপনি যদি ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য আবেদন করেন, তাহলে আপনার ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে মাত্র ৭ থেকে ১০ দিন সময় লাগবো।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন
এই আর্টিকেলে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করা হয়েছে। এবার ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সাধারণত, ভিসার মেয়াদ ৬ মাস থেকে ১ বছর করা হয়ে থাকে। কিস্তু, ভ্রমনের ক্ষেত্রে ৩ মাস বা গড়ে ৯০ দিন করা হয়ে থাকে। তাহলে নিশ্চয় ইন্ডিয়ার ক্ষেত্রেও ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদও ৩ মাস বা ৯০ দিনই প্রযোজ্য।
তাই ইন্ডিয়ান টুরিস্ট ভিসার ক্ষেত্রে ইন্ডিয়া ভ্রমনের জন্য আপনি শুধু এই ৩ মাস বা গড়ে ৯০ দিন ইন্ডিয়ায় থাকার সুযোগ পাবেন। এবং এই ৩ মাস পরে ভিসার মেয়াদ অগ্রহণযোগ্য হবে।
ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভিসা চেক করুন
কি? আপনি ভাবছেন, ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কিভাবে ভিসা চেক করা যায়। এই আধুনিক যুগে কোথাও না গিয়ে আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন। তাহলে চলুন ভিসা চেক করার নিয়ম জেনে নিই। তবে ভিসা চেক করার অনেক website রয়েছে। যেমন, indian visa check, dubai visa check, american visa check, saudi visa check, qatar visa check. ইত্যাদি।
এই ধরনের আরো website আছে। তবে আপনি যদি ইন্ডিয়ান visa check করতে চান। এর জন্য আপনাকে indian visa check এই website এ প্রবেশ করতে হবে। এরপর অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে ভিসা চেক এই অপশনে ক্লিক করার পর আরো একটি অপশন আসবে সেখানে ক্লিক করলে দুইটি অপশন আসবে।
তার মধ্যে যেটি প্রথম অপশন সেখানে ক্লিক করার পর আপনাকে গুগল থেকে একটি capcha code দিবে সেই কোডটি আপনাকে বসাতে হবে। এবং নিচে আপনার পাসপোর্ট নাম্বাটি বসিয়ে submit করে দিলেই আপনার ভিসাটি ঠিক আছে না ভুল আছে জেনে নিতে পাবেন।
কেন ভিসা চেক করবেন
ভিসার আবেদন শেষে ভিসা পাওয়ার পরে আপনাকে অবশ্যই ভিসাটি চেক করে নিতে হবে। কারণ, অনেক অসাধু দালাল রয়েছে যারা ভিসা প্রদান করে থাকে, তাদের কাছ থেকে আমরা টাকার বিনিময়ে ভিসা নিয়ে থাকি। কিন্তু, কিছু অসাধু দালাল চক্রের কাছ থেকে অনেক মানুষ ভিসা গ্রহণের পরে সেই দেশে গিয়ে নানা রকম ভোগান্তি বা বিপদের স্বীকার হতে হয়। এবং আপনি যদি কাজের জন্য বা ভ্রুমনের জন্য ভিসা করে থাকেন। তবে সেটার পরিবর্তে আপনাকে বিভিন্ন ধরনরে শাস্তির সম্মুখীন হতে হয়।
তবে, আপনি যেন এই ধরনের ভোগান্তি বা বিপদের সম্মূখীন না হন সে জন্য আপনার ভিসা পাওযার পরে আপনার প্রথম করণীয় হলো ভিসাটি চেক করে নেওয়া। আপনার এই ভিসাটি ঠিক আছে কিনা তা বিভিন্ন ভাবে সেটা চেক করে নিতে পারেন। যেমন- অনলাইনের মাধ্যমে চেক করতে পারেন, বা ভিসা অফিসে গিয়ে আপনার ভিসাটি চেক করে নিতে পারেন। অথবা আপনি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনার ভিসাটি চেক করে নিতে পারেন।
ভিসার জন্য আবেদন করবেন যেভাবে
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা বা যেকোনো ভিসা পাওয়ার আগে আপনাকে প্রথমে ভিসার জন্য আবেদন করতে হবে। তবে ভিসার জন্য আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আপনার সদ্য তোলা ছবি, যা অন্য ভিসায় ব্যবহার করা হয়নি এমন, আসল পাসপোর্ট, এবং আপনার নাম ঠিকানা সহ যাবতীয় তথ্যবলি দিয়ে তাদের দেওয়া নিয়ম অনুযায়ী একটি আবেদন ফর্ম পুরণ করতে হবে।
এবং অনলাইনের মাধ্যমে ভিসার জন্য আপনাকে টাকা জমা দিতে হবে। তবে আপনি অনলাইন পে বিল, বিল বিকাশ, রকেট, নগদ, বিভিন্ন ধরনের মাষ্টার কার্ড, এবংআরো অন্যন্ন উপায় আছে যেগুলোর মাধ্যমে আপনি ভিসার জন্য বিল জমা দিতে পারবেন।
লেখকের শেষ কথা
এই আর্টিকেলে আমরা ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আবেদনের নিয়ম এবং আবেদন করতে কি কি কাগজপত্রের প্রয়োজন। এবং ভিসা করতে কতটাকা লাগে, ভিসার মেয়াদ কতদিন, ভিসা পেতে কতদিন সময় লাগে। এবং ভিসা চেক করার নিয়ম, ভিসা কেন চেক করতে হয়। এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
তবে আপনি যদি ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন করে, ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে চান। তাহলে ভিসার জন্য আবেদনের পূর্বে আপনার জ্ঞাতার্থে এই পোষ্টটি সমপূর্ণরূপে পড়ার অনুরোধ রইল। আশা করি এই পোষ্টটি পড়ে আপনি উপকৃত হবেন। এই ধরনের আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url