পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ২০২৪
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ২০২৪। আপনি কি জানেন? পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক পদ্ধতি সম্পর্কে। বা কিভাবে মালয়েশিয়ার কলিং ভিসা চেক করা হয়, কিভাবে ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করা হয়। যদি না জেনে থাকেন তাহরে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
আজকের আর্টিকেলে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে এবং ভিসা নাম্বার দিয়ে কিভাবে মালয়েশিয়ার ভিসা চেক করা যায় সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হবে। তবে ভিসা চেক এর নিয়মগুলো যদি আপনার না জানা থাকে তাহলে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পেজ সুচিপত্রঃ
- পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া
- মালেশিয়ার ওয়ার্কার ভিসা চেক
- ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক
- ই ভিসা চেক মালয়েশিয়া
- পাসপোর্ট নাম্বার দিয়ে কলিং ভিসা চেক
- মালয়েশিয়া ভিসা চেকapp
- সকল দেশের ভিসা চেক অনলাইনে
- মালয়েশিয়া ভিসা করতে যেসব কাগজপত্র লাগে
- মালয়েশিয়া ভিসার জন্য আবেদন ২০২৪
- কেন ভিসা চেক করবেন জেনে নিন
- মালয়েশিয়া ভিসার প্রকারভেদ
- মালয়েশিয়া ভিসা করতে কত টাক খরচ হয় জেনে নিন
- মালয়েশিয়া ভিসা আবেদন চেক করার নিয়ম ও সর্তকতা
- মালয়েশিয়া টুরিস্ট ও ভিজিট ভিসা করতে যা যা লাগে
- মালয়েশিয়ার কলিং ভিসার ফি কত
- লেখকের শেষ কথা
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া
আজকে আমি মালয়েশিয়ার ভিসা চেক করার সকল নিয়ম আপনারদের মাঝে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশ থেকে অহরহ মানুষ মালয়েশিয়া যাচ্ছে। এবং মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা করছে। এর মধ্যে অনেক মানুষ আবার দালালের খপ্পরে পড়ে চরম প্রতারণার সম্মুখীন হচ্ছে। এর একমাত্র কারণ হলো ভিসা চেক করে না যাওয়া। আমাদের মধ্যে এখনো অনেক মানুষ আছে যারা আদৌ ভিসা চেক সম্পর্কে তাদের কোন ধারণা নেই। আর ভেসা চেক না করার কারণে প্রায়শই তারা অন্য দেশে গিয়ে বিপদের সম্মুখীন হয়।
তবে এরূপ প্রতারণা সম্মুখীন যাতে না হতে হয় সেজন্য প্রথম করণীয় হচ্ছে ভিসার আবেদন করে ভিসা হাতে পাওয়ার পর পরই ভিসাটি চেক করে নেয়া। যদি ভিসা পাওয়ার পর ভিসাটি চেক করে নেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিসাটি জাল ভিসা না অরিজিনাল ভিসা। ভিসা চেক করার পর যদি জাল ভিসা বা নকল ভিসা হয় তাহলে আপনি খুব সহজেই তা বুঝতে পারবেন এবং চরম থেকে চরম প্রতারণার হাত থেকে বা বিপদের হাত থেকে বেঁচে যাবেন। আর যাতে প্রতারণার হাত থেকে খুব সহজে বাঁচা যায় সেজন্য ভিসাটি চেক করা অবশ্যই দরকার।
তবে এই ভিসা আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনের মাধ্যমে খুব সহজে চেক করতে পারবেন। ভিসা চেক আপনি কয়েক রকম পদ্ধতিতে করতে পারবেন। ভিসা চেক করার জন্য মালয়েশিয়ার ভিসা চেক এর ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকতে হবে এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী পাসপোর্ট নাম্বার সহ যে সকল তথ্যগুলো চাইবে সেগুলো দিয়ে ভিসা চেক করতে পারবেন। অথবা মোবাইলের মাধ্যমে ভিসা চেক করা যায়। মোবাইলের মাধ্যমে মালয়েশিয়া ভিসা চেক অ্যাপ এটা লিখে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড নিন।
এবার সেখানে পাসপোর্ট নাম্বার ও নিজের দেশ সিলেক্ট করে সার্চ দিলে আপনি আপনার ভিসাটি দেখতে পাবেন আসলে সেটি আসল ভিসা না নকল ভিসা। তাছাড়া আরও অনেক রকম পদ্ধতি রয়েছে সেগুলো আপনি অবলম্বন করতে পারেন।
মালয়েশিয়ার ওয়ার্কার ভিসা চেক
বর্তমানে বাংলাদেশের প্রায় অনেক মানুষ মালয়েশিয়া যাচ্ছে সরকার হিসেবে। এবং দালালের মাধ্যমে অনেকে ভিসা নিয়ে থাকি। এই ঠকবাজ দালালরা ওয়ার্কার ভিসার নামে অনেক সময় জাল ভিসা অর্থাৎ ভ্রমণ ভিসা দিয়ে দেই যার মেয়াদ থাকতে পারে ২০ দিন থেকে এক মাস কোন কোন ক্ষেত্রে দুই মাস। এই ধরনের দালালের খপ্পরে পড়ে জাল ভিসা নিয়ে যারা অন্য দেশে যায় এবং সেই দেশে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। এক সময় তারা চরম বিপদের সম্মুখীন হয়।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ২০২৪
তাই এরূপ বিপদের সম্মুখীন যাতে হতে না হয় সেজন্য ভিসা পাওয়ার পর অবশ্যই আপনার উচিত হবে ভিসাটি চেক করে নেয়া। তবে ভিসা চেক করার নিয়ম অনেকেরই জানা থাকে না বা জানে না? তাই আপনি যেন খুব সহজেই আপনার নিজের ভিসাটি চেক করে নিতে পারেন সেই পদ্ধতি সম্পর্কে এবং নিয়ম গুলো দেখানো হবে। এই পদ্ধতি গুলো অবলম্বনের মাধ্যমে খুব সহজেই এবং দ্রুত আপনার ভিসাটি চেক করে নিতে পারবেন। নিচে মালয়েশিয়ার ওয়ার্কার ভিসা চেক করার পদ্ধতি গুলো দেখানো হলো।
- Passport No: ভিসা চেক এর ওয়েবসাইটে প্রবেশ করে অনুরূপ ফর্মটি পুরণ করতে হবে। যেখানে পাসপোর্ট নং লিখা আছে সেই জায়গায় আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিবেন। লক্ষ রাখবেন আপনার পাসপোর্ট নাম্বারটি যেন সঠিক থাকে।
- Country Name: এরপরে Country Name এর স্থানে বাংলাদেশ সিলেক্ট করুন। অনেক সময় বাংলাদেশ সিলেক্ট থাকতে পারে। যদি সিলেক্ট না থাকে তাহলে পাশের আইকোনে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করুন।
- Search: এরপর সার্চে ক্লিক করুন তাহলে আপনি দেখতে পাবেন আসলেই আপনার ভিসাটি জাল বা নকল ভিসা না আসল ভিসা। তবে আপনি কোথাও না গিয়ে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যেমও ভিসা েচেক অ্যাপ দিয়ে খুব সহজেই আপনার ভিসা চেক করে নিতে পারবেন।
ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক
আপনি কি জানেন ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটি থেকে জেনে নিতে পারবেন। সাধরণত এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য সেই দেশের অনুমতি নেওয়া লাগে। তবে সেই দেশের অনুমতি সাপেক্ষে ভিসা করা লাগে । কারণ, ভিসাই হলো এক দেশ থেকে আরেকটি দেশে যাওয়ার একমাত্র প্রমাণপত্র। ভিসা ছাড়া কোনো দেশে বৈধভাবে যাওয়ার অনুমতি পাবেন না । তবে ভিসা পাওয়ার জন্য আপনাকে প্রথমে একটি বৈধ পাসপোর্ট করতে হবে এই পাসপোর্ট ও অন্যন্ন ডকুমেন দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে।
ভিসার আবেদনের পর ভিসাটি হাতে পাওয়া মাত্রই আপনার প্রথম করণীয় হলো ভিসার সত্যতা যাচাইয়ের জন্য ভিসাটি চেক করে নেওয়া। কারণ, আমরা সাধারণত কোনো দেশে যাওয়ার জন্য দালালের মাধ্যমে টাকা দিয়ে ভিসা নিয়ে থাকি। কিন্তু অনেক ধূর্ত দালাল আছে যারা ভিসা দেওয়ার নামে মানুষের সাথে প্রতারণা করে থাকে। আসল ভিসা দেওয়ার নামে ডুপ্লিকেট ভিসা বা সফর ভিসা দিয়ে দেয়। এবং পরবর্তীতে ঐদেশে গিয়ে চরম বিপদের সম্মুখীন হতে হয়। অনেক সময় সেই দেশে আপনাকে অবৈধ হিসেবে গ্রেফতারও করতে পারে।
তাই এরূপ বিপদের সম্মুখীন যেন না হতে হয় সেজন্য আপনার ভিসা হাতে পাওয়ার পর ভিসাটি চেক করে নেওয়া। তবে ভিসা চেক করার জন্য আপনার কাঙ্খিত দেশের ওযেবসাইটে প্রবেশ করতে হবে।এরপর আপনার ভিসার কাগজে থাকা ভিসা নাম্বারটি দিয়ে এবং দেশ সিলেক্ট করে সার্চ করলেই দেখতে পাবেন আপনার ভিসাটি কোন পর্যায়ের জন্য বৈধ, ভিসার বৈধতা বা সত্যতা ও আরও অনেক তথ্য আপনি দেখতে পারবেন।
ই ভিসা চেক মালয়েশিয়া
এ ভিসা মানে হলো ইলেকট্রনিক্স ভিসা। আপনি যদি একটি মালয়েশিয়ার ই ভিসার আবেদন করে থাকেন এবং ইতিমধ্যে ভিসাটি পেয়ে থাকেন তাহলে আপনার ভিসাটি চেক করে নেয়া উচিত। তবে ভিসাটি আপনি মালয়েশিয়ার ওয়েবসােইটে গিয়ে চেক করতে পারবেন। অথবা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন। তবে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপস দিয়ে কিভাবে ভিসা চেক করবেন সেটা আমি নিজে দেখিয়ে দিচ্ছি। সে নিয়ম অনুযায়ী কাজ করলে খুব সহজে আপনি আপনার ভিসাটি চেক করতে পারবেন।
উপরে এরো চিহ্ন দিয়ে দেখানো ওয়ার্কার ভিসা চেক মালয়েশিয়া এটা লিখে সার্চ করার পরে, ভিসা চেক আর টি কে অনলাইন ইনকয়ারি এই অ্যাপসটি আসবে তারপরে ওপেন লেখা আছে ওপেনের জায়গায় ইনস্টল লেখা থাকবে ইন্সটল এ ক্লিক করে অ্যাপসটি ইন্সটল করবেন। ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করলে অ্যাপস এর ভেতরে নিয়ে যাবে এবং অনেকগুলো ভিসা চেক পদ্ধতি থাকবে। তবে আপনার ভিসাটি যদি ই ভিসা হয় তাহলে মালয়েশিয়ার টুরিস্ট ভিসা চেক অনলাইন অপশন এ ক্লিক করলে VERIFY YOUR eVISA NOW এই অপশন দেখাবে। সেখানে থাকবে।
- Passport Number
- Striker Number
- Google capctha
- Refresh image
- I have obtained my eVISA
- Reset Or check
- Passport Number: Passport Number: এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটি বসিয়ে দিন। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনার পাসপোর্ট নাম্বারটি যেন ভুল না হয়। কারণ, ভুল পাস পাসপোর্ট নাম্বার বসালে আসবেনা। সেজন্য পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিন।
- Striker Number: এরপর স্টিকার এর জায়গায় স্টিকার নাম্বারটি বসিয়ে দিন। স্টিকার নাম্বারটি আপনার ভিসা কাগজের উপরে দেয়া থাকবে সেখান থেকে আপনি স্টিকার নাম্বার নিয়ে নিতে পারেন।
- Google capctha: আপনি মানুষ না রোবট এটা পরীক্ষা করার জন্য একটি গুগল কেপচার থাকবে ক্যাপচার ইমেজে যেভাবে লেখা থাকবে হুবহু সেইভাবে Answer এর স্থানে বসিয়ে দিন।
- Refresh image: যদি google খ্যাপচাটি ভালোভাবে বোঝা না যায় বা বুঝতে না পারেন তাহলে Refresh image এ ক্লিক করলে আরো একটি নতুন ক্যাপচা আসবে সেই ক্যাপচাটি বসিয়ে দিন।
- I have obtained my eVISA: এরপর I have obtained my eVISA এই লেখার পাশে একটি বক্স থাকবে সেই বক্সে টিক দিন।
- RESET Or CHECK: এরপর RESET Or CHECK অপশন থাকবে তো আপনি যেহেতু ভিসা চেক করবেন সেহেতু CHECK ক্লিক করবেন। CHECK এ ক্লিক করার পরেই আপনি আপনার ভিসাটি দেখে নিতে পারবেন আপনার ভিসাটি তৈরি হয়ে গিয়েছে কিনা। যদি আপনার ভিসাটি অরিজিনাল হয় তাহলে সেখানে আপনার নাম, ভিসা নাম্বার, ভিসার ধরন, ইত্যাদি আরো অনেক বিষয় দেখাতে পারে।
পাসপোর্ট নাম্বার দিয়ে কলিং ভিসা চেক
কলিং ভিসা মানে হল ম্যানুফ্যাকচারিং কথা কোন ফ্যাক্টরির কাজে অথবা কোন কনস্ট্রাকশনের কাজে কিংবা পার্টেশনের কাজে ও আরো অন্যান্য কাজ আছে সেগুলো করতে পারবেন। কলিং ভিসা মূলত গ্রুপ আকারে হয়ে থাকে। তবে যদি আপনি কলিং ভিসার আবেদন করে থাকেন এবং ভিসাটি পেয়ে থাকেন তাহলে আপনার ভিসাটি সাথে সাথে চেক করে নিন। কেননা কিছু দালাল চক্র আছে যারা নকল ভিসা দিয়ে দেয় এবং পরবর্তীতে একটু বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
সে ক্ষেত্রে আপনার যেন কোন সমস্যা বা বিপদের সম্মুখীন হতে না হয় সেজন্য আপনার ভিসাটি চেক করে সত্যতা যাচাই করে নিন। এই ভিসা আপনি ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারবেন অথবা মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। তবে মোবাইলে অ্যাপসের মাধ্যমে চেক করার নিয়ম সম্পর্কে আমি নিচে দেখিয়ে দেব। আপনি সেই নিয়ম অবলম্বন করে আপনার ভিসাটি চেক করে নিতে পারেন।
- আপনার হাতে থাকা স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার লিখে সার্চ দিলে কাঙ্খিত অ্যাপসটি চলে আসবে । তারপর এটা আপনি ইন্সটল করে নিন।
- এখানে ওপেন এর জায়গায় ইনস্টল লেখা থাকবে ইন্সটল এ ক্লিক করলেই অ্যাপসটি ইন্সটল হতে শুরু করবে। এবং ইন্সটল হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করুন।
- ওপেনে টাচ করার পর ভিসা চেক ইউসিং পাসপোর্ট নাম্বার ও আরো অপশন থাকবে। তবে যেখানে এক নাম্বার অর্থাৎ ভিসা চেক ইউজিং পাসপোর্ট নাম্বার লেখা থাকবে সেখানে ক্লিক করলে আপনার পাসপোর্ট নাম্বার এবং দেশ সিলেক্ট করতে হবে তারপরে সার্চে ক্লিক করলেই আপনার কলিং ভিসার সকল ডকুমেন্ট চলে আসবে।
- সেখানে দেয়া থাকবে আপনার নাম, ভিসাটি কোন ধরনের, জন্ম তারিখ, ও আরো অন্যান্য তথ্য থাকবে। যদি এরূপ তথ্য আসে তাহলে বুঝবেন আপনার ভিসাটি আসল। আর যদি এরূপ তথ্য না আসে তাহলে বুঝবেন আপনার ভিসা টি ডুপ্লিকেট তথা জাল ভিসা।
মালয়েশিয়া ভিসা চেকapp
মালয়েশিয়া ভিসা চেক পদ্ধতি সম্পর্কে এই আর্টিকেলে উপরের অংশে আলোচনা করা হয়েছে। এবার আমরা দেখব কিভাবে অ্যাপস এর মাধ্যমে মালয়েশিয়ার ভিসা চেক করা হয়। মালয়েশিয়ার ভিসা চেক অ্যাপস টি উপরের ই ভিসা চেক অপশনে দেওয়া আছে প্রথমে সেই অ্যাপসটি ইন্সটল করে নিবেন। এবং অ্যাপটিতে প্রবেশ করার পর visa check online by passport এই অপশনে প্রবেশ করবে। এরপর নতুন আরো একটি দিকনির্দেশনা থাকবে যেখানে চাইবে আপনার Passport Number এবং Country Name দিতে হবে।এবং Search করলেই JABATN IMIGRATION MALYSHIA অর্থাৎ ভিসা চেক এর অপশনটি আসবে।
এই অপশনটি এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ভিসাটির সত্যতা। যদি সেখানে আপনার নাম, কোম্পানির নাম, আপনি কোনো ভিসা করেছন। ও আরও অনেক তথ্য দেখাবে যদি এই তথ্যগুলো দেখাই তাহলে আপনি মনে করবেন আপনার ভিসাটি সঠিক বা আসল ভিসা। আর যদি এই ধরনের তথ্য না আসে তাহলে আপনি বুঝে নিবেন আপনার ভিসাটি জাল ভিসা। তবে যদি আপনি নিজের দেশে থেকে অন্য কোনো দেশে যান তাহলে আপনি প্রতারণার হাত থেকে বাঁচতে আপনার ভিসাটি চেক করে নিন।
সকল দেশের ভিসা চেক অনলাইনে
আপনি হয়তো কোনো দেশে যাওয়ার ইচ্ছা পোষন করেছেন এবং সেই দেশে যাওয়ার জন্য একটি ভিসার আবেদন করেছেন ইতিমধ্যে ভিসাটি পেয়েও গেছেন তৎক্ষনাত আপনার করণীয় হলো ভিসাটি চেক করা। কেন ভিসা চেক করবেন? ভিসা চেক করার কারণটি আপনার জানা উচিৎ। কারণ, আজকাল দালালের মাধ্যমে ভিসা করে বিদেশ গিয়ে বড় ধরনের বিপদের সম্মুখীন হচ্ছে। এর কারণ কি জানেন?এর একমাত্র কারণ হলো জাল ভিসা। ভিসা পাওযার পর ভিসাটি চেক করে না যাওয়ার কারণে এরূপ প্রতারণার সম্মুখীন হতে হয়।
তাই যদিি আপনি ভিসাটি চেক করে নেন তাহলে আপনি অনায়াসে দেখতে পাবেন যে আপনার ভিসাটি সঠিক হয়েছে কিনা। আর এই ভিসাটি আপনি কোথাও না গিয়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যম চেক করতে পারবনে। তাছাড়া সকল দেশের ভিসা অনলাইনের মাধ্যমে চেক করা যায়। এর জন্য আপনার কাঙ্খিত দেশের ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবং পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার ও স্টিকার নাম্বার দিয়ে নিজের দেশ সিলেক্ট করে ভিসা চেক করা যায়।
মালয়েশিয়া ভিসা করতে যেসব কাগজপত্র লাগে
আপনি যদি কোনো দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তাহলে সেই দেশে যাওয়ার জন্য আপনার একটি অনুমতি লাগবে। আর অনুমতি হিসেবে একটি ভিসা করতে হবে। কারণ, ভিসাই হলো আপনার কোনো দেশে যাওয়ার অনুমতি মাত্র। ভিসা ছাড়া আপনি কোনো দেশে যাওয়ার অনুমতি পাবেন না। যদি ভিসা ছাড়া কোনো দেশে চলেও যান তাহলে আপনি অবৈধ বলে গণ্য হবেন। যার পরিনতি হতে পারে ভয়াবহ। আর ভিসা করতে যেসব কাগজ পত্র লাগে তা নিচে দেওয়া হলো।
- আপনার একটি বৈধ পাসপোর্ট
- পাসপোর্টের অন্তত দুইটি পৃষ্ঠ ফাঁকা থাকতে হবে
- যদি পুরোনো পাসপোর্ট থাকে তাহলে সেটা জমা দিতে হবে
- ২*২ সাইজের দুই কপি ছবি যা অন্য কোনো ভিসাই ব্যবহৃত হয়নি
- মালয়েশিয়া ভিসার আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ২১ থেকে ৪৫ বছর এর মধ্যে হতে হবে
- পুলিশ ক্লিয়ারেন্স এর কপি
- আপনি যেখানে বাস করেন তার একটি পমাণপত্র
- বাড়ীর বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিলের একটি প্রমাণপত্র
- ৬ মাসের ব্যাংক স্টেটমেন
- আপনার আইডি কার্ডের ফটোকপি
- আর্থিক স্বচ্ছলতার প্রমাণপত্র
- বিএইটি এর ডাটাবেজে রেজিস্ট্রেশন করা থাকতে হবে
- বিএমইটি বা কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসার আবেদন।
মালয়েশিয়া ভিসার জন্য আবেদন ২০২৪
- BMET এর রেজিস্ট্রেশনের মাধ্যমে
- রিক্রয়েটিং এজেন্সির রেজিস্ট্রেমনের মাধ্যমে
- Ami Probashi Apps এর মাধ্যমে
- আপনার নতুন পাসপোর্ট
- পাসপোর্ট এর মেয়াদ থাকতে হবে অন্তত দুই বছর
- সাদা ব্যাগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি
- পুলিশ ভেরিফিকেশন কপি
- আপনার কাজের অভিজ্ঞতার কপি
- এবং আপনার কাজেন ধরন অনুযায়ী অন্যন্ন কাগজপত্র
- প্রথমে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে Google Play Store এ যান এবং Ami Probashi Apps টি ইনিস্টল করুন
- ইনিস্টল করার পর ওপেনে ক্লিক করে Ami Probashi Apps এর মাধ্যে প্রবেশ করুন
- এরপর আপনার পাসপোর্ট ও অন্যন্ন ডকুমেন্ট স্ক্যান করে সকল তথ্য প্রদানের মাধ্যমে বিএমইটি এর রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করুন
- আপনার প্রদানকৃত তথ্য যাচাই বাচাই করণের জন্য ৭২ ঘন্টা বা ৩ দিন সময় নিবে।
- যাচাই বাচাই করণ প্রকৃয়া কাজটি সম্পন্ন হলে বিকাশ অথবা যেকোনো মাধ্যমে ৩০০ টাকা ফি প্রদান করে রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করুন
- এরপর আপনার কাঙ্খিত চাকরি খোঁজার জন্য Ami Probashi Apps এর লগইন থাকতে হবে। এবং চাকরি খুঁজুন এ গিয়ে বিজ্ঞাপন অনুযায়ী চাকুরির জন্য আবেদন করে সাবমিট করুন
- আপনার আবেদন করা চাকুরিটি গ্রহণযোগ্য হলে আপনার মোবাইলে Ami Probashi Apps এ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
- এই তথ্যগুলো সঠিক সময় পেতে Ami Probashi Apps এর মেজেস বক্স প্রতিনিয়ত চেক করুন।
কেন ভিসা চেক করবেন জেনে নিন
মালয়েশিয়া ভিসার প্রকারভেদ
- মালয়েশিয়া ওয়ার্কার ভিসা
- মালয়েশিয়া টুরিস্ট ভিসা
- মালয়েশিয়া ভিজিট ভিসা
- মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা
- মালয়েশিয়া ইমিগ্রেশন পারমিট ভিসা
মালয়েশিয়া ভিসা করতে কত টাক খরচ হয় জেনে নিন
মালয়েশিয়া ভিসা আবেদন চেক করার নিয়ম ও সর্তকতা
- মালয়েশিয়া ভিসার আবেদন চেক করতে প্রথমে আপনার যা প্রয়োজন তা হলো আপনার পাসপোর্ট নাম্বার এবং ভিসা আবেদনের নাম্বার
- এরপর ভিসা আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট //eservices.imi.gov.my//myimms/PRAstatus?lang=en এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- এরপর Visa Application Status বাটনে ক্লিক করতে হবে
- এরপর আপনার পাসপোর্ট নাম্বার ও ভিসা আবেদনের নাম্বারটি বসিয়ে দিন
- এরপর SUBMIT বাটন দেওয়া থাকবে সেখানে ক্লিক করুন
- SUBMIT করার পর আপনার ভিসা আবেদনের স্ট্যাটাসটি দেখানো হবে
- যদি কোনো কারণবসত আপনার ভিসার আবেদনটি গ্রহণযোগ্য না হয় তাহলে তার কারণটি উল্লেখ করে দেওয়া হবে।
মালয়েশিয়া টুরিস্ট ও ভিজিট ভিসা করতে যা যা লাগে
- আপনার একটি নতুন ও বৈধ পাসপোর্ট
- পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস থাকা লাগবে
- পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাগ্রাউন্ড ধাকতে হবে
- আপনার জাতীয় পরিচয়পত্র বা আইডি কার্ডের কপি
- বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন
- ইয়ার রিটার্ন কপি
- হোটেল বুকিং
- যদি পূর্বে মালয়েশিয়া গিয়ে থাকেন তাহলে তার কপি
মালয়েশিয়ার কলিং ভিসার ফি কত
লেখকের শেষ কথা
এই আর্টিকেলের উপরের অংশে এতক্ষণ আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া ২০২৪ এর সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছি। যেমন-পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ভিসা চেক করতে হয়, কিভাবে কলিং ভিসা চেক করতে হয় ,ই ভিসা চেক করার নিয়ম, এবং কিভাবে অ্যাপস এর মাধ্যমে ভিসা চেক করতে হয় ইত্যাদি। আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করে যদি কাজ করেন তাহলে আপনার ভিসাটি আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন।
এতক্ষণ আমাদের এই আর্টিকেলের সাথে থাকার জন্য, এবং এই আর্টিকেলটি ভালো করে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিসা সংক্রান্ত আরো তথ্য পেতে আমাদের ওয়েব সাইটটি প্রতিনিয়ত ভিজিট করুন। আর এ আর্টিকেলে যদি কোন ভুল থেকে থাকে তাহলে নিশ্চয়ই নিচের কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমরা তা সংশোধন করার চেষ্টা করব। আমরা আপনার মূল্যবান কমেন্টের উত্তর দিতে কোন ধরনের দ্বিধাবোধ করব না।
গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url