আয়ান নামের অর্থ কি - আয়ান নাম রাখা যাবে কিনা
আয়ান নামের অর্থ-আয়ান নামটি রাখা যাবে কিনা। আপনি নিশ্চয় জানতে চাচ্ছেন আয়ান নামের অর্থ কি আয়ান নাম রাখা যাবে কিনা এবং আয়ান নামটি ইসলামিক দিক বহন করে কিনা। তাই আজকে আমরা আপনার প্রশ্নের উত্তর দিতে আরো একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম।
আজকের আর্টিকেলে আয়ান নামের অর্থ কি আয়ান নামের ইসলামিক নির্দেশনা আয়ান নামের বাংলা অর্থ বাংলা বানান ও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। তবে আপনি যদি জানতে চান তাহলে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।
পেজ সুচিপত্রঃ
- আয়ান নামের অর্থ
- আয়ান নাম রাখা যাবে কিনা জেনে নিন
- আয়ান নামের ইংরেজি বানান জেনে নিন
- আয়ান নামের তালিকা ভুক্ত কিছু নাম দেখুন
- উপসংহার বা শেষ কথা
আয়ান নামের অর্থ
কোনো সন্তান পৃথীবিতে আসার পরেই নিজের নাম পাওয়াটা তার জন্মগত অধিকার এবং প্রতিটি মা বাবার উপর সন্তানের জন্মের পরে নাম রাখার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাই প্রতিটি বাবা মায়ই তার সন্তানের জন্য কোন নামটি রাখলে ভালো হবে বা কোন নামটি ইসলামিক অর্থ বহন করে এবং নামের অর্থ কি তা জানতে চাই। সেটা গুগল মামার কাছ থেকে সার্চ দিয়ে হোক আর ইউটিউব বা ফেসবুক থেকে হোক বা কোনো নাম এবং নামের অর্থ দেওয়া আছে এমন
বইয়ের পাতা উল্টিয়ে হোক অথবা সেটা হোক কোনো মানুষের মুখ থেকে। আবার নবজাতকের নাম রাখার জন্য বাবা মা থেকে শুরু করে দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি প্রতিবেশির কাছে গিয়েও জিজ্ঞাসা করা হয় যে কোন নামটি রাখলে ভালো হবে বা এমন একটি নাম বলে দাও যেনামটি অনেক সুন্দর হবে সকলের প্রিয় হয় এবং উচ্চারণে সহজলভ্যতা বহন করে। তাই আপনার সন্তানের জন্য আপনি যদি ভালো ও
আরও পড়ুনঃমুসলিম ছেলেদের আধুনিক নাম - ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪
ইসলামিক নাম রাখতে চান তাহলে নিঃস্বন্দেহে আয়ান নামটি রেখে দিতে পারেন। কারণ, আয়ান নামটি একটি ইসলামিক নাম এবং ভালো অর্থ বহন করে। যার অর্থ হলো আল্লাহর দেওয়া উপহার, আল্লাহর কাছে প্রিয়। অন্যথায় সময়, কাল, যুগ, প্রহর, বয়স ইত্যাদি। ইসলামে ভালো নাম রাখার ক্ষেত্রে বিশেষ ভাবে তাগিদ দেওয়া হয়েছে নাম যেন হয় ভালো ও সুন্দর। তাছাড়া নবী রাসুল (সঃ) দের নামের সাথে এবং সাহাবাদের নামের সাথে মিলিয়ে নাম রাখা যায়।
এই পৃথিবীর একটি শেষ দিবস আছে নির্দিষ্ট সময়পর এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং কেয়ামত সংঘটিত হবে এটা আমরা সকলেই জানি এইকথা কারো অজানা নয়। আর আমরা সকলেই কিন্তু জান্নাত প্রত্যাশী। আল হাদিসে বলা হয়েছে রাসুল(সঃ) বলেছেন হাশরের মাঠে যখন কোনো ভালো নাম ধরে ডাকা হবে তখন ঐ নামের যত মানুষ আছে সকল মানুষই আল্লাহর ডাকে সাড়া দিবে তখন আল্রাহ বলবেন আমি ডাকলাম একজনকে আর আমার ডাকে সবাই
সাড়া দিল তখন আল্লাহ তাআলা ক্ষমাশীল সকলকেই জান্নাত দিয়ে দিবেন। আর সন্তানের ভালো নাম রাখার জন্য বাবা মা ও জান্নাত পেয়ে যাবে। অন্যথায় বলা হয়েছে কেয়ামতের দিন নিজের নামে ও তার পিতার নামে নাম ধরে ডাকা হবে অতএব তোমাদের নামটি সুন্দর ও ভালো নাম রাখো। তবে নাম রাখার ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে যেমন আল্লাহর যতগুলো নাম রয়েছে সেই নামগুলো সরাসরি রাখা যাবেনা তার সঙ্গে কিছু যোগ করতে হবে। উদাহরণ স্বরূপ-
রাজ্জাক, আজিজ, মাজিদ, খালিক, রব, ও আরও যেগুলো নাম আছে সেগুলো সরাসরি রাখা যাবেনা তার আগে বা পরে কিছু একটা যোগ করতে হবে। তবে আল্লাহ নামটি কোনো ভাবেই রাখা যাবেনা। আল্লাহ নামের আগে অথবা পরে যাই থাকনা কেন কখনই তা রাখা যাবেনা। এবং মুহাম্মদ (সঃ) এর উপনামের সাথে নাম রাখা যাবেনা কেননা মুহাম্মদ (সঃ) নিজেই বলেছেন তোমরা আমার নামে নাম রাখ, কিন্তু আমার উপনামে কখনই তোমাদের নাম রেখনা।
(মুহাম্মদ (সঃ) এর উপনাম হলো আবুল কাশিম)। তাই নাম রাখার ক্ষেত্রে অবশ্যই ইসলামের রীতিনীতি অনুস্বরণ করতে হবে। তবে আপনার সন্তানের জন্য আয়ান নামটি নির্দিধায় রেখে দিতে পারেন। এই নামটিও বিভিন্ন সাহাবাদের নামের সাথে মিল রাখে এবং অর্থবহ নাম।
আয়ান নাম রাখা যাবে কিনা জেনে নিন
আপনি যদি প্রশ্ন করে থাকেন যে আয়ান নামটি রাখা যাবে কিনা তাহলে আমি উত্তরে বলব জি হ্যাঁ রাখা যাবে। কারণ, আয়ান নামটি একটি ইসলামিক নাম এবং ভালো অর্থ বহন করে যার অর্থ উপরে বলা হয়েছে আমি আবারো বলছি আয়ান নামের অর্থ হল আল্লাহর উপহার, আল্লাহর কাছে প্রিয়। এবং অন্যন্ন ক্ষেত্রে বলা হয় আয়ান নামের অর্থ হল সময়, কাল, যুগ, প্রহর, বয়স। তাছাড়া বর্তমানে আয়ান নামটি সকলের কাছে একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছে।
আরও পড়ুনঃজান্নাতি ২০ জন সাহাবীর নাম - সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবীদের নামের তালিকা
যেহেতু আয়ান নামটি উচ্চারণে সহজ, ছোটো, শুনতে মিষ্টি ও শ্রুতিমধুর এবং নামের পরিপূর্ণতা ও ভালো অর্থ বহন করার কারণে এটি সকলের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। তাই আপনার ক্ষেত্রে বলি আপনি যদি আপনার নতুন নবজাতকের নাম রাখার জন্য একটি ভালো নাম খুঁজে থাকেন তাহলে আপনি আয়ান নামটি আপনার পছন্দের তালিকায় যুক্ত করে নামটি রেখে দিতে পারেন।
আয়ান নামের ইংরেজি বানান জেনে নিন
আমাদের নাম রাখার আগে কাঙ্খিত নামটি সিলেক্ট করে নামের গুণাগুণ যাচাই বাচাই করতে হবে এবং নামের সঠিক বানান জেনে নিতে হবে। আপনি নাম রাখলেন কিন্তু নামের বানান জানা থাকলো না তাহলে সেটা কেমন দেখায় বলুন। তাছাড়া নামের সঠিক বানান জানা না থাকলে লিখতে বা সিগ্নিচার করতে অসুবিধা হতে পারে। আর উচ্চারণে প্রথম আয়ান নামটি হল একটি আরবী শব্দ এর বাংলা উচ্চারণহল
আয়ান এবং ইংরেজি উচ্চারণ হল Ayaan/Ayan। নামটি উচ্চারণের দিক দিয়ে যেমন ছোটো ও সহজ তেমনিভাবে এই নামটির ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে। অতএব এই নামটিকে পছন্দসই মনে করে আপনি আপনার ছেলে সন্তানের জন্য রাখতে পারেন।
আয়ান নামের তালিকা ভুক্ত কিছু নাম দেখুন
প্রত্যেক সন্তানই জন্ম সূত্রে প্রথমে যেটা লাভ করে সেটা হল তার নাম এবং এটা তার জন্মগত অধিকার যা প্রতিটি বাবা-মায়ের উপর দায়িত্ব ও কর্তব্য বলা যায়। যদিও নাম কোনো মানুষের ব্যক্তিত্ত্বকে বহন না করলেও নিজের পরিচয় বহনে যথেষ্ট কার্যকরি। যদি অনেক মানুষের ভেতর থেকে কোনো মানুষকে আলাদা করার কথা বলা হয় এক্ষেত্রে তার নামের প্রয়োজন পড়বে।
তাই নাম বিষয়টি প্রতিটি মানুষের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু নাম হতে হবে সুন্দর ও অর্থবহ। বর্তমানে মানুষ আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে শিশুদের নাম এমনভাবে রাখছে যেন সে মুসলিম না অন্য ধর্মের তা বোঝাই যায়না। তাই নাম রাখার ক্ষেত্রে ইসলামের যে নিয়ম নীতিগুলো রয়েছে তা অনুস্বরণ করে সুন্দর ও অর্থবহ নাম রাখা সন্তানের প্রতি বাবা মায়ের হক বলা যায়।
তবে আপনার যদি আয়ান নামটি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার সন্তানের জন্য আয়ান নামটি রাখতে পারেন। অথবা আয়ান নামের তালিকাভুক্ত বা আয়ান নামের সাথে মিল রয়েছে এবং একটি সুন্দর অর্থ বহন করে এমন একটি নামও রাখতে পারেন। আয়ান নামের তালিকাভূক্ত অথবা আয়ান নামের সাথে মিল আছে এমন কয়েকটি নাম ও নামের বানান নিচে দেওয়া হলো।
নামের সংখ্যা | নাম | নামের ইংরেজি বানান |
---|---|---|
০১ | আহমাদ আয়ান | Ahmad Ayan |
০২ | আতিকুর রহমান আয়ান | Atikur Rahman Ayan |
০৩ | আয়ান ইসলাম | Ayan Islam |
০৪ | আমজাদ আয়ান | Amjad Ayan |
০৫ | আবরার আয়ান | Abrar Ayan |
০৬ | আরমান আয়ান | Armaan Ayan |
০৭ | আফাকুজ্জামান আয়ান | Afakujjaman Ayan |
০৮ | আফীফ ইসলাম আয়ান | Afif Islam Ayan |
০৯ | আসাদুল হক আয়ান | Asadul Haque Ayan |
১০ | আব্দুজ জাহির আল আয়ান | Abdujjahir Al Ayan |
১১ | আব্দুল্লাহ আল-আয়ান | Abdullah Al-Ayan |
১২ | আহবাব আয়ান | Ahbab Ayan |
১৩ | আহনাফ আয়ান | Ahnaf Ayan |
১৪ | আবসার আয়ান | Absar Ayan |
১৫ | আশিক আহমেদ আয়ান | Ashik Ayan |
১৬ | আতিক ইসলাম আয়ান | Atik Ayan |
১৭ | আরিফুল ইসলাম আয়ান | Ariful Islam Ayan |
১৮ | আরফান আল-আয়ান | Arfan Al-Ayan |
১৯ | আনিসুর রহমান আয়ান | Anisur Rahman Ayan |
২০ | আবির ইসলাম আয়ান | Abir Aslam Ayan |
২১ | আলী আহমাদ আয়ান | Ali Ahmad Ayan |
২২ | আব্বাস আয়ান | Abbas Ayan |
২৩ | আইমান আয়ান | Ayman Ayan |
২৪ | আনোয়ার আয়ান | Anoware Ayan |
২৫ | আফতাব হুসাইন আয়ান | Aftab Hussin Ayan |
২৬ | আহনাফ রাশিদ আয়ান | Ahnaf Rasid Ayan |
২৭ | আরজু ইসলাম আয়ান | Arju Islam Ayan |
২৮ | আব্দুল আজীজ আল-আয়ান | Abdul Ajij Al-Ayan |
২৯ | আব্দুল বারী আল-আয়ান | Abdul Bari al-Ayan |
৩০ | আজম ইসলাম আয়ান | Ajom Islam Ayan |
৩১ | আলমাছ উদ্দীন আয়ান | Almas Uddin Ayan |
৩২ | আজিজুর রহমান আয়ান | Ajijur Rahman Ayan |
৩৩ | আইনুল হাসান আয়ান | Aynul Hassan Ayan |
৩৪ | আকতাব আয়ান | Aktab Ayan |
৩৫ | আকদাস আয়ান | Akdas Ayan |
৩৬ | আকবর আয়ান | Akbar Ayan |
৩৭ | আকরাম আয়ান | Akram Ayan |
৩৮ | আজীমুদ্দীন আয়ান | Ajimuddin Ayan |
৩৯ | আলি উদ্দীন আয়ান | Ali Uddin Ayan |
৪০ | আতাউর রহমান আয়ান | Ataur Rahman Ayan |
৪১ | আত্তাব হুসাইন আয়ান | Attab Hussin Ayan |
৪২ | আদনান আহমদ আয়ান | Addnan Ahmod Ayan |
৪৩ | আফজাল আয়ান | Afjal Ayan |
৪৪ | আমীনুল ইসলাম আয়ান | Aminul Islam Ayan |
৪৫ | আমিন আয়ান | Amin Ayan |
৪৬ | আমির আয়ান | Amir Ayan |
৪৭ | আযহারুল ইসলাম আয়ান | Ajharul Islam Ayan |
৪৮ | আবুর খায়ের মোহাম্মদ আয়ান | Abul Khair mohammod Ayan |
৪৯ | আলমগীর আয়ান | Alomgir Ayan |
৫০ | আসাদুল হক আয়ান | Asadul Haque Ayan |
গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url