১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজার দাম ২০২৪
১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪। আপনি কি ১২ কেজি গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজার দাম কত তা জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি একমাত্র আপনার জন্য। আজকের এই আর্টিকেলটিতে ১২ কেজি (এলপিজি) লিকুইফায়েড
পেট্রোলিয়াম গ্যাসের দাম নিয়ে আলোচনা করা হবে। অতএব ১২ কেজি এলপিজি গ্যাসের দাম জানতে এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়ম সম্পর্কে জানতে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে চলুন এবার আলোচনা শুরু করি।
সুচিপত্রঃ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
- ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
- ওমেরা গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
- বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
- আজকের গ্যাসের দাম কত 2024
- গ্যাস সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম
- গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে কি কি সর্তকতা রয়েছে জেনে নিন
- গ্যাস সিলিন্ডার ব্যবহারের পূর্বের সতর্কতা জানুন
- গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় সতর্কতাগুলো জেনে নিন
- গ্যাস সিলিন্ডার ব্যবহারের পরের সতর্কতাগুলো জেনে নিন
- কোন গ্যাস সিলিন্ডার ব্যবহার করবেন
- শেষ কথাঃ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
সাধারণত গ্যাস সরকারি খাতের অর্থ উপার্জনের জন্য একটি মুল্যবান সম্পদ বলা যায়। আজকাল দেশে গ্যাসের ব্যবহার প্রচুর পরিমানে বেড়েছে যার দরুন গ্যাসের দামও অনেক বেড়ে গিয়েছে। দেশের অধিকাংশ মানুষই জ্বালানি গ্যাসের ওপর নির্ভরশীল। বাসা বাড়ীতে রান্নার কাজে, এবং কলকারখানার বিভিন্ন কাজে গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে
গ্রামের তুলনায় শহর অঞ্চলে গ্যাসের ব্যাপক চাহিদা রয়েছে। তবে দিন দিন গ্রামেও গ্যাসের চাহিদা বেড়ে চলেছে। বর্তমানে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম সেপ্টেম্বর মাসে ছিল ১ হাজার ৪২১ টাকা যা সেপ্টেম্বর মাসের ২ তারিখে ৪৪ টাকা বাড়িয়ে ৪২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর পূর্বে জুলাই মাসে গ্যাসের দাম ছিল ১,৩৬৬ টাকা এবং আগস্ট মাসে
আরও পড়ুনঃমাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয়ের ১৪টি সেরা উপায়
গ্যাসের দাম বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ৩৭৭ টাকা। কিন্তু বর্তমানে আগস্ট মাসের ২ তারিখে (বিইআরসি) এর চেয়ারম্যান মোঃ জালাল আহমেদ ১২ কেজি (এলপিজি) গ্যাসের দাম ১ হাজার ৪২১ টাকা থেকে ৩৫ টাকা বাড়ানো হয় এবং ১ হাজার ৪৫৬ টাকা দাম নির্ধারণ করা হয়। আর সিএনজি গ্যাসের দাম প্রতি লিটারে ৬৬.৮৪ টাকা দাম নির্ধারণ করা হয়।
ওমেরা গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
এতক্ষণ আমরা ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে আলোচনা করলাম। এখন আমরা ওমেরা গ্যাস সিলিন্ডারের দাম সম্পর্কে আলোচনা করব। ওমেরা গ্যাস সিলিন্ডার হলো একটি আন্তর্জাতিক মানের গ্যাস সিলিন্ডার। এর সঠিক মান ও গুণের কারণে পরস্পর দুইবার পুরষ্কৃত করা হয়েছে। অন্যন্ন সিলিন্ডারের তুলনায় ওমেরা সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা
বেশি পাওয়া যায় এবং ফেটে যাওয়ার ঝুঁকি কম থাকে। তাই অধিক নিরাপত্তা নিশ্চয়নের জন্য ওমেরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারেন। তবে একটি গ্যাস সিলিন্ডার যতই নিরাপত্তা বহন করুক না কেন গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, আপনার একটু অসতর্কতার কারণে ঘটে যেতে পারে
বিশাল এক দুর্ঘটনা। কিন্তু সিলিন্ডার নিরাপদ ও মানসম্পন্ন যতই হোক না কেন, কোন কারণবশত যদি গ্যাসের চুলার লিকেজ দ্বারা অথবা রেগুলেটর এবং পাইপের লিকেজ দ্বারা গ্যাস বাইরে নির্গত হতে থাকে এবং আগুনের সংস্পর্শ পাই অথবা সিলিন্ডরের ভিতরে আগুন প্রবেশ করতে পারে তাহলে দুর্ঘটনা ঘটতে পারে তাই সতর্কতা অবলম্বন করা উচিত।
আসলে সময়ের পরিপ্রেক্ষিতে জ্বালানি গ্যাসের দাম ওঠানামা করতে থাকে। পূর্বে সেপ্টেম্বরে গ্যাসের দাম কমানো হলেও অক্টোবরে ১২ কেজি গ্যাসের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১,৪৫৬ টাকা করা হয়েছে।
বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪
বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪। বসুন্ধরা গ্যাস সিলিন্ডারও উন্নত মানের একটি গ্যাস সিলিন্ডার। বসুন্ধরা গ্যাস সিলিন্ডারও মানসম্মত ও পরীক্ষিত। দেশের প্রায় সর্বোচ্চ বিকৃত বসুন্ধরা গ্যাস সিলিন্ডার। বাসা বাড়িতে রান্নার কাজে, বিভিন্ন হোটেলে এবং কফি হাউসেও বসুন্ধরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় আপনিও আপনার দৈনন্দিন রান্নার কাজে বসুন্ধরা সিলিন্ডার
ব্যবহার করতে পারেন। বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের বর্তমান বাজার দর ১,৪৫৬ টাকা এটি ১২ কেজি এলপিজি গ্যাসের জন্য নির্ধারণ করা হয়েছে এবং ৩০ কেজির দাম ৩,৬৪০ টাকা নির্ধারণ করেন বিএআরসি। তবে যে কোন গ্যাস সিলিন্ডার কেনার সময় সিলিন্ডারের ওপরে মোড়ক দেখে কিনে নিবেন। মোড়ক বিহীন গ্যাস সিলিন্ডার কখনোই কিনবেন না।
আজকের গ্যাসের দাম কত 2024
গ্যাসের পরিমাণ | প্রতি কেজির দাম | মোট গ্যাসের দাম |
---|---|---|
৫.৫ কেজি | ১২১.৩৩ টাকা | ৫৬৭.৩৩ টাকা |
১২ কেজি | ১২১.৩৩ টাকা | ১৪৫৬ টাকা |
২৫ কেজি | ১২১.৩৩ টাকা | ৩০৩৩.২৫ টাকা |
৩০ কেজি | ১২১.৩৩ টাকা | ৩৬৩৯ টাকা |
৩৫ কেজি | ১২১.৩৩ টাকা | ৪২৪৬.৫৫ টাকা |
৪৫ কেজি | ১২১.৩৩ টাকা | ৫৪৫৯.৮৫ টাকা |
গ্যাস সিলিন্ডার ব্যবহারের সঠিক নিয়ম
গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে কি কি সর্তকতা রয়েছে জেনে নিন
গ্যাস সিলিন্ডার ব্যবহারের পূর্বের সতর্কতা জানুন
- ধাপ ১ঃ গ্যাস সিলিন্ডার ব্যবহারের পূর্বে প্রথমে পরীক্ষা করে নিতে হবে যেন সিলিন্ডারের গায়ে কোন ধরনের কাঁটা বা ফুটা, লিকেজ বা ভাঙ্গাচুরা না থাকে সিলিন্ডারটি যেন একদম ফ্রেশ থাকে।
- ধাপ ২ঃ সিলিন্ডারটিকে সবসময় উঁচু এবং সমতল স্থানে রাখতে হবে যেন তা কোনভাবে পড়ে না যায় বা কাত হয়ে না যায়।
- ধাপ ৩ঃ গ্যাস ব্যবহারের আগে পরীক্ষা করে নিতে হবে যেন গ্যাস সিলিন্ডার এবং চুলার সঙ্গে যে পাইপ সংযোগ দেওয়া থাকে সেটিতে যেন লিকেজ না থাকে। এবং চুলার সকল সংযোগস্থানে কোন ধরনের লুজ কানেকশন যেন না থাকে।
- ধাপ ৪ঃ গ্যাস সিলিন্ডার কেনার সময় লক্ষ্য রাখবেন যেন সিলিন্ডারের মুখ মোড়ক লেভেল দিয়ে আটকানো থাকে এবং সিলিন্ডারের গায়ে CUSTOMER CARE NO এবং সিরিয়াল নাম্বার থাকে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন আসলে সেটি অরিজিনাল গ্যাস না ডুপ্লিকেট গ্যাস।
- ধাপ ৬ঃ সিলিন্ডারের রেগুলেটর এবং পাইপ উন্নত মানের হতে হবে।
- ধাপ ৭ঃ চুলা এবং সিলিন্ডার অন্তত ২ থেকে ৩ মিটার নিরাপদ দূরত্বে রাখতে হবে যেন সিলিন্ডারে কোন আগুনের স্পর্শ না পায়।
গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় সতর্কতাগুলো জেনে নিন
- ধাপ ১ঃ গ্যাস ব্যবহারের সময় লক্ষ্য রাখবেন আপনি যে স্থানে গ্যাস ব্যবহার করবেন সেই স্থানে যেন বাতাস চলাচল বেশি করতে পারে।
- ধাপ ২ঃ গ্যাস ব্যবহারের সময় দরজা এবং জানালা খোলা রাখুন যেন অতিরিক্ত নির্গত হওয়া গ্যাস জানালা এবং দরজা দিয়ে বাতাসের সঙ্গে বাইরে বেরিয়ে যেতে পারে। কারণ যদি জানালা দরজা বন্ধ করে গ্যাস ব্যবহার করেন এবং সিলিন্ডার থেকে অতিরিক্ত গ্যাস বেরিয়ে সেখানে জমা হয়ে থাকে এবং কোনভাবে আগুনের স্পর্শ পেয়ে নেই তাহলে সেখানে বিস্ফোরণ হয়ে যেতে পারে। সেজন্য জানালা এবং দরজা খোলা রাখবেন
গ্যাস সিলিন্ডার ব্যবহারের পরের সতর্কতাগুলো জেনে নিন
- ধাপ ১ঃ গ্যাস ব্যবহার করা শেষ হয়ে গেলে রেগুলেটরের চাবি ওপরের মাঝ বরাবর রেখে বন্ধ করে দিন যেন কোনভাবে পাইপের ভিতরে যেন গ্যাস চলাচল না করতে পারে।
- ধাপ ২ঃ কখনো ময়লাযুক্ত স্থানে গ্যাসের সিলিন্ডার রাখবেন না পরিষ্কার এবং স্বচ্ছ পরিবেশে সিলিন্ডার রাখবেন।
- ধাপ ৩ঃ কমপক্ষে দেড় থেকে দুই বছর পরপর গ্যাস পাইপ পরিবর্তন করুন। এবং ঘন ঘন গ্যাসের চুলার সংযোগস্থান ও সিলিন্ডার পরীক্ষা করুন যদি কোন ধরনের লিকেজ থাকে তৎক্ষণাৎ তা সংশোধন করুন।
গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url