মুসলিম ছেলেদের আধুনিক নাম - ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪

মুসলিম ছেলেদের আধুনিক নাম। আপনি কি আপনার সদ্য জন্ম নেওয়া সন্তানের জন্য সুন্দর অর্থবোধক ইসলামিক ও আধুনিক একটি নাম খুঁজছেন কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। তবে চিন্তার কোনো কারণ নেই গ্রীনল্যান আইটির এই আর্টিকেলটিতে

মুসলিম-ছেলেদের-আধুনিক-নাম

মুসলিম ছেলেদের আধুনিক ও ইসলামিক অর্থসহ বাছাইকৃত সুন্দর সুন্দর সকল নামগুলি তুলে ধরা হয়েছে সেখান থেকে আপনি আপনার আদরের সন্তানের জন্য পছন্দ মত নাম বাছাই করে আপনার সন্তানের জন্য নির্ধারণ করতে পারেন।

পেজ সুচিপত্রঃমুসলিম ছেলেদের আধুনিক নাম

ছেলেদের ইসলামিক নামের গুরুত্ব

ছেলেদের ইসলামিক নামের গুরুত্ব নিয়ে বলতে গেলে নাম এমনি একটি শব্দ যা মানুষের পরিচয়কে বহন করে কেননা পরিচয় ছাড়া কোনো মানুষকে চেনা যায়না উদাহরণস্বরূপ মনে করুন, আপনাকে কোনো একজন মানুষ খুঁজছে কিন্তু সে আপনাকে ভালোভাবে চেনেনা কিন্তু তার আপনার সঙ্গে প্রয়োজন সেক্ষেত্রে আপনার নামটি অপর কোনো এক ব্যাক্তিকে

জিজ্ঞাসিত করার মাধ্যমে আপনাকে খুঁজে পেতে পারেন। তাছাড়া ইসলামের দৃষ্টিভঙ্গিতেও ইসলামিক নাম রাখার ব্যাপারে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানের জন্য ইসলামিক অর্থবহনকারী ও সুন্দর একটি নাম রাখবে কেননা যখন হাশরের ময়দান অনুষ্ঠিত হবে তখন হাশরের ময়দানে তোমাদের এবং তোমাদের পিতার নামে নাম

ধরে ডাকা হবে এই বিষয়টি আমি আগের আর্টিকেলেও বলেছি এই আর্টিকেলেও তুলে ধরলাম যেন আপনারা বিষয়টি বুঝতে পারেন। আর ইসলামিক ও সুন্দর নাম রাখার কারণে এমনও হতে পারে আল্লাহ তাআলা বান্দাকে চিরস্থায়ী জান্নাত দান করতে পারেন। তাই আপনার সন্তানের নাম রাখার সময় অত্যন্ত সচেতনতার সহিত ইসলামি রীতিনীতি ও দৃষ্টিভঙ্গির দিক থেকে বিবেচনা করে ইসলামিক ও সুন্দর অর্থবোধক নাম রাখবেন।

মুসলিম ছেলেদের আধুনিক নাম

মুসলিম ছেলেদের আধুনিক নাম ও ইসলামিক অর্থবোধক নামের গুরুত্ব ও তাৎপর্যততা এমনি যা বিশ্লেষন করে শেষ করা যাবেনা। প্রত্যেকটি সন্তানই জন্মের পরেই সুন্দর একটি নাম পাওয়াটা ইসলামিক দিক দিয়ে যেমন তার অধিকার রয়েছে তেমনিভাবে প্রতিটি বাবা মায়ের ওপর এক ধরনের দায়িত্ব ও কর্তব্য বলা যায়। কিন্তু বর্তমান যুগে আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেক বাবা মা তার সন্তানের জন্য 

আরও পড়ুনঃ স দিয়ে ছেলেদের ইসলামিক নাম

এমন একটি বিশ্রী নাম রেখে ফেলছে যা কোনো একটি ভালো অর্থও বহণ করেনা আর শুনতেও অনেকটা খারাপ লাগে এবং ইসলমিক দৃষ্টিকোণ থেকেও ঘৃণীত ও নিন্দনীয়। তাই নাম রাখার ক্ষেত্রে এমন একটি নাম রাখতে হবে যেন নামটি ডাকতে যেমন ভালো লাগবে তেমন শুনতেও যেন শ্রুতিমধুর লাগে এবং এর একটি সুন্দর অর্থ যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই আর্টিকেলে সকল অক্ষর দিয়ে বাছাইকৃত 

ইসলামিক ও আধুনিক নাম এবং নামের অর্থসহ তালিকা দেওয়া হল আর্টিকেলটি ভালোভাবে পড়ে নামের তালিকা থেকে পছন্দসই নামটি খুঁজে আপনার শিশু সন্তানের জন্য রাখতে পারেন।

‘অ’ দিয়ে মুসলিম ছেলেদের ইসলামিক নাম

অ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

বাছাই করা সেরা ৭টি ‘অ’ অক্ষর দিয়ে ইসলামিক নাম সংগ্রহ করা হল যে নামগুলোর একটি পূর্ণাঙ্গ অর্থ রয়েছে। এই ধরনের নামগুলো আল্লাহর সাথে বন্ধুত্বের পরিচয় বহন করে। এবং অনেকের কাছে এই নামগুলো ভালো লাগে। যদি  আপনার এই নামগুলো পছন্দ হয় তাহলে এর থেকে যে কোনো একটি নাম নিয়ে আপনার সন্তানের জন্য রাখতে পারেন।

ক্রমিক নংঃনামঃনামের অর্থঃ
অলী উল্লাহআল্লাহর বন্ধু
অলী আহাদএকক বন্ধু
অলী আবসারবন্ধু উন্নত দৃষ্টি
অলীবন্ধু, অভিভাবক
অমিত হাসানসুদর্শন
অলী আহমাদপ্রশংসাকারী বন্ধু
অহিআল্লাহর বানী প্রত্যাদেশ

‘আ’ দিয়ে মুসলিম ছেলেদের ইসলামিক নাম

আ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

আ দিয়ে মুসলিম ছেলেদের ৭৫+ ইসলামিক নামের তালিকা নিচে দেওয়া হল আশা করি এই নাম গুলো আপনার পছন্দ হবে। এই ধরনের নামের অধিকারী ব্যক্তিবর্গরা অনেক জ্ঞানী, ন্যায়পরায়ণ, ন্যায়বিচারক, সাহসী, সাহায্যকারী, ও অনেক ভালো মনের হয় এবং নিজের সম্মাননা অর্জনে সকল মানুষের কাছেও ভালো এবং আল্লাহর কাছেও অনেক প্রিয় হয়।
ক্রমিক নংনামনামের অর্থ
আমির ফয়সালমাসকের পিতা
আসির ফয়সালসম্মানিত বিচারক
আতহার ইশতিয়াকঅতি পবিত্র অনুরাগ
আবু হানিফহানিফার পিতা
আরিফ জামালসৌন্দর্যময় তত্ত্ব জ্ঞানী
আরিফ সাদিকসত্যবান জ্ঞানী
আযহারুল ইসলামইসলামের ফুল
আতিকসম্মানিত
আবিদুল্লাহআল্লাহর ইবাদতকারী
১০আহমদঅতি প্রশংসাকারী
১১আজহার উদ্দীনধর্মের ফুল
১২আব্বাস আলীশক্তিশালী বীরপুরুষ
১৩আতহার আলীঅতি পবিত্র
১৪আকবর আলীবড় সুন্দর
১৫আমজাদ হোসাইনদৃঢ় সুন্দর
১৬আহমাদ আলীউত্তম প্রশংসাকারী
১৭আলমগীর হোসাইনউত্তম বিশ্বজয়ী
১৮আব্দুল্লাহআল্লাহর অনুগত বান্দা
১৯আব্বাস উদ্দীনদ্বীনের বীরপুরুষ
২০আলমাস উদ্দীনদ্বীনের হীরক
২১আত্তাব হোসাইনচরিত্রবান সুন্দর
২২আশিক বিল্লাহআল্লাহর প্রেমিক
২৩আব্দুল মুহিতবেষ্টনকারীর দাস
২৪আবুল খায়ের মোহম্মদখ্যাতিমান কল্যাণের পিতা
২৫আবরারপুন্যবান
২৬আশরাফ হোসাইনঅত্যন্ত ভদ্র, সুন্দর
২৭আলীউচ্চ
২৮আরমানইচ্ছা, আকাঙ্খা
২৯আতিক শাহরিয়ারসম্মানিত রাজা
৩০আরিফজ্ঞানী
৩১আরিফ মাহতাবপবিত্র চাঁদ
৩২আনোয়ারজ্যোতির্মালা
৩৩আরিফ রায়হানপবিত্র সুগন্ধি ফুল
৩৪আনজুমতারকা
৩৫আখতারতারকা
৩৬আসমারফলমুল
৩৭আজমলঅতি সুন্দর
৩৮আবসারদৃষ্টি
৩৯আতেক আহবাবদয়ালু বন্ধু
৪০আবদুল আজিজআজিজের অনুগত
৪১আকরামদানশীল
৪২আসাদসিংহ
৪৩আতহার নুরঅতি পবিত্র আলো
৪৪আতহার মুবারাকঅতি পবিত্র শুভ
৪৫আসলামনিরাপদ
৪৬আনিসবন্ধু
৪৭আনসারসাহায্য কারী
৪৮আহমাদপ্রশংসনীয়
৪৯আরী আবসারউচ্চ দৃষ্টি
৫০আজমাঈন আদিলসম্পুর্ণ ন্যয়পরায়ণ
৫১আকিফউপাসক
৫২আকতাবনেতা
৫৩আমেরশাসক
৫৪আবিদইবাদতকারী
৫৫আবরার খলিলন্যায়বান বন্ধু
৫৬আবরার ফাইয়াজন্যায়বান দাতা
৫৭আবরার আমজাদন্যায়বান সম্মানিত
৫৮আবরার রইসন্যায়বান ব্যক্তি
৫৯আব্দুল মাজিদমহিমান্বিত সত্তার বান্দা
৬০আব্দুল বারীস্রষ্টার বান্দা
৬১আব্দুল খালেকসুষ্টিকর্তার বান্দা
৬২আব্দুল হাইয়্যচিরঞ্জীবের বান্দা
৬৩আব্দুল কাইয়্যমঅবিনস্বরের বান্দা
৬৪আব্দুল সামীসর্বশ্রোতার বান্দা
৬৫আব্দুর রহিমকরুনাময়ের বান্দা
৬৬আজিজুর রহমানদয়াময়ের উদ্দেশ্য
৬৭আজিজুল ইসলামইসলামের কল্যাণ
৬৮আজিজুল হকপ্রকৃত প্রিয় পাত্র
৬৯আস-আদঅতি সৌভাগ্যবান
৭০আনোয়ার হোসাইনসুন্দর দয়ালু
৭১আনীসুল হকপ্রকৃত মহাব্বত
৭২আমিরুল ইসলামইসলামের জ্যোতি
৭৩আমীর হাসানসুন্দরের বন্ধু
৭৪আমীরুল হকপ্রকৃত নেতা
৭৫আলী হাসানসুন্দরের নেতা

‘ই’ দিয়ে মুসলিম ছেলেদের ইসলামিক নাম

ই অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

ই দিয়ে ছেলে শিশুদের ইসলামিক নাম এবং প্রতিটি নামের পূর্ণাঙ্গ অর্থ নিচে সুন্দরভাবে তালিকা বদ্ধ করা হয়েছে। আপনি যদি আপনার খোকামনির জন্য একটি পূর্ণাঙ্গ ও সুন্দর অর্থযুক্ত নাম খুঁজে থাকেন তাহলে এই নামগুলো আপনার পছন্দের তালিকায় যোগ করতে পারেন।
ক্রমিক নংনামনামের অর্থ
ইরশাদুল হকসত্যের পথ দেখানো
ইমতিয়াজ মাহমুদপ্রশংসিত পার্থক্যকারী
ইমামধর্শীয় নেতা
ইমামুদ্দীনদ্বীনের খুঁটি
ইয়াসিরধনী
ইয়াহইয়াএকজন নবীর নাম
ইউনুসএকজন নবীর নাম
ইউশাএকজন নবীর নাম
ইয়াকুবএকজন নবীর নাম
১০ইয়ামীনচুক্তি, শপথ
১১ইয়াকিনবিশ্বাস
১২ইয়াসিনআল কুরআনের একটি সুরার নাম
১৩ইরফানমর্যাদা
১৪ইলিয়াসএকজন নবীর নাম
১৫ইকরামইতিদানশীল
১৬ইফতিখারগর্ব, সম্মান
১৭ইফাদউপকার করা
১৮ইশকিয়াকব্যাকুল আগ্রহ
১৯ইসমাঈলআল্লাহর একজন প্রিয় নবীর নাম
২০ইসলামশান্তির ধর্ম
২১ইসহাকএকজন বিখ্যাত নবীর নাম
২২ইকবালসম্মুখে আসা
২৩ইয়াসীরসহজ
২৪ইমতীয়াজবৈশিষ্ট্য মন্ডিত হওয়া
২৫ইমরানবাসস্থানপূর্ণ, সভ্যতা
২৬ইদরীসঅত্যধিক পাঠকারী
২৭ইব্রাহীমসমগ্র জাতীর পিতা যিনি হলেন একজন বিখ্যাত নবী
২৮ইশতিয়াকআচ্ছা
২৯ইনসাফন্যায়বিচার
৩০ইমতিয়াজভিন্ন
৩১ইহসানপরোপকার
৩২ইকবালউন্নতি
৩৩ইকরামাসাহবীর নাম
৩৪ইনানবাদল
৩৫ইয়ালমযিীমেধাবী
৩৬ইউহান্নাহযরত ঈসা (আঃ) এর সহচর
৩৭ইয়াকযানবিনিদ্রা
৩৮ইয়াকুতমুল্যবান পাথর
৩৯ইয়াফিসহযরত নুহ (আঃ)এর পুত্রের নাম
৪০ইসামশক্তি

‘উ’ দিয়ে মুসলিম ছেলেদের ইসলামিক নাম

উ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

উ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের ব্যক্তিত্ব হল তাদের মধ্যে সব সময় সৃজনশীল চিন্তাভাবনা অনুভূত থাকে এবং নিজেদের মধ্যে থাকা সৃজনশীলতাকে জাগিয়ে তোলার চেষ্টা করে এবং কাজে সফলতা পাওয়ার জন্য আশাবাদী হয়ে থাকে। তারা অনেক বুদ্ধিমান প্রকৃতির হয়
ক্রমিক নংনামইংরেজী বানাননামের অর্থ
উসামাUsamaসিংহ
উমারUmarদীর্ঘায়ু
উমাইরUmayrবুদ্ধিমান
উবাইদুল্রাহUbydullahআল্লাহর বান্দা
উসমানUsmaanএকজন প্রকৃত সাহাবীর নাম
উমরUmarএকজন বিখ্যাত সাহাবীর নাম
উমামাUmamaপরিপূর্ণ নাম
উকাবUkaabঈগল
উবাইদUbaydউপাসক
১০উযায়েরUjjaeএকজন নবীর নাম

‘এ’ দিয়ে মুসলিম ছেলেদের ইসলামিক নাম

এ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

এ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের ব্যক্তিত্ব হল তারা নিজের সম্মান অর্জনে এবং সম্মান রক্ষার্থে বিনয়ী প্রকৃতির হয় তারা অন্যের প্রতি অনুগ্রহশীল এবং অণন্যকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পছন্দ করে। এ’ দিয়ে অনেক সুন্দর ইসলামিক নাম, নামের বানান এবং নামের অর্থ তুলে ধরা হল।
ক্রমিক নংনামইংরেজী বানাননামের অর্থ
এরশাদুল হকErshadul Haqueপ্রকৃত পথ প্রদর্শক
এরফানErfanপ্রজ্ঞা
এনায়েতEnyetঅনুগ্রহ
এরশাদErshadব্যক্তি
এমদাদEmdadনেতা
একরামEkramসবচেয়ে সম্মানিত
এজাজEjjajআশীর্বাদ
এহসানEhsanঅনুগ্রহ
এনামুলEnamulসমৃদ্ধি
১০এহতিসামEhtisamবিনয়

‘ও’ দিয়ে মুসলিম ছেলেদের ইসলামিক নাম

ও অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

মনোবিজ্ঞানের একটি সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে, যাদের নামের প্রথম অক্ষর ও দিয়ে শুরু হয় বা ও অক্ষর দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের মাঝে এক ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি অনুভূত থাকে এবং নিজের প্রতি অটল বিশ্বাস থাকে তারা খুব সহজে অন্যদের কাছে নিজেকে সম্মানিত করতে পারে এবং খুব সহজেই অন্যদের সঙ্গে বন্ধুত্বপ্রবণ হতে পারে।
ক্রমিক নংনামইংরেজী বানাননামের অর্থ
ওয়াহাবWahaমহাদানশীল
ওয়াহেদWahedএক
ওয়াহীদWahidঅদ্বিতীয়
ওয়াদুদWadudবন্ধু
ওয়াসীWasiপ্রশস্ত
ওয়াসীমWasimসুন্দর গঠন
ওয়াজীহ তাওসীফWajih tawsifসুন্দর প্রশংসা
ওয়াসীফWasifগুণ বর্ণনাকারী
ওয়াসেফWasefঅটল বিশ্বাস
১০ওয়ালীদWalidশিশু
১১ওবায়েদWbaedছোট চাকর

মুসলিম ছেলেদের ইসলামিক নাম ‘ক’ দিয়ে

ক অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

ক দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত যে কোনো বিষয়ে অপুর্ণতাকে পূর্ণতাদানে নতুন কিছু উদ্ভাবনে নিজেকে আস্তে আস্তে সামনের দিক পানে নিয়ে যেতে পছন্দ করে। তাদের ইচ্ছা সবচেয়ে বেশি অজানাকে জানার। তারা সব সময় নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করতে পছন্দ করে।
ক্রমিক নংনামনামের অর্থ
কাসিমবণ্টনকারী
কামালপূর্ণতা
কামরাননিরাপদ
কাসিফআবিষ্কারক
কফিলজামিন
কায়সাররাজা
কাসিমআকর্ষনীয়
কাজিবিচারক
কিফায়েতযথেষ্ট
১০কামারচাঁদ
১১কারিবনিকট
১২কুরবানত্যাগ
১৩করিমাহএকজন সাহাবীর নাম
১৪করিমদয়ালু
১৫কাশফউন্মক্ত করা
১৬করিমদানশীল
১৭কাদেরসক্ষম
১৮কাওকাবনক্ষত্র
১৯কাসসামবন্টনকারী

মুসলিম ছেলেদের ইসলামিক নাম ‘খ’ দিয়ে

খ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

খ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের ব্যক্তিত্ব হল তারা অনেক সৃজনশীল ও আত্মবিশ্বাসী হয় এবং তাদের মধ্যে এমন এক ধরনের প্রতিভা কারিশমা বিদ্যমান থাকে যা অন্যদেরকে নিজের দিকে আকর্ষণ করতে পারে।
ক্রমিক নংনামনামের অর্থ
খলীলবন্ধু
খালেদচিরস্থায়ী
খুররামসুখী
খুবাইবদীপ্ত
খতিববক্তা
খালিসবিশুদ্ধ
খালিদঅটল
খাত্তাবসুবক্তা
খফীফহালকা

মুসলিম ছেলেদের ইসলামিক নাম ‘গ’ দিয়ে

গ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

গ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের ব্যক্তিত্ব হল তারা অনেক সাহসী প্রকৃতির হয়। যে কোন কাজে নিজের সাহসিকতাকে কাজে লাগাতে পারে এবং নিজকর্মে বিজয়ী হওয়ার প্রবণতাকে জাগিয়ে তুলে কর্মে সফলতা অর্জন করতে পারে।
ক্রমিক নংনামনামের অর্থ
গালিবসাহসী
গওহরমুক্ত
গিয়াসসাহায্য
গোফরানক্ষমা
গফুরমহাদয়ালু
গাফফারঅতি ক্ষমাশীল
গজনফরসিংহ
গালিববিজয়ী
গুলজারবাগান
১০গানেমবিজয়ী
১১গণীধনী

মুসলিম ছেলেদের ইসলামিক নাম ‘জ’ দিয়ে

জ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

জ দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা অনেক উদ্যমী ও পরিশ্রমী প্রকৃতির হয়। অন্যান্য ব্যক্তিদের তুলনায় এই অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা অন্যদের সাথে খুব সহজে মিশতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যেই বন্ধুত্ব প্রবণতাকে বাড়িয়ে তুলতে পারে এবং তাদের মধ্যে এক ধরনের বহির্ভূত শক্তির উদ্ভাবন ঘটে।
ক্রমিক নংনামনামের অর্থ
জাব্বারমহাশক্তিশালী
জাহীদসন্ন্যাসী
জালালমহিমা
জাফরবড় নদী
জামালসৌন্দর্য
জাবেদউজ্জ্বল
জুনায়িদযুদ্ধা
জসীমশক্তিশালী
জলীলমহান
১০জামিলসুন্দর
১১জাওয়াদদানশীল
১২জাফিরসফল
১৩জুহায়রউজ্জ্বল
১৪জাকীতীক্ষ্ণবুদ্ধিসম্পন্ন
১৫জাহিনবিচক্ষন
১৬জাহিরসুস্পষ্ট
১৭জারিফবুদ্ধিমান
১৮জাফরবিজয়
১৯জাবীহরিণ
২০জহুরপ্রকাশ
২১জুহায়ের মাহতাবউজ্জ্বল চাঁদ
২২জুহায়ের আনজুমউজ্জ্বল তাঁরা
২৩জুহায়ের ওয়াসিমউজ্জ্বল সুন্দরে গঠন
২৪জওয়াদদানশীল

মুসলিম ছেলেদের ইসলামিক নাম ‘ত’ দিয়ে

ত অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

যাদের নামের প্রথম অক্ষর ত দিয়ে শুরু হয় সে সকল নামের ব্যক্তিদের ব্যক্তিত্ব হল তারা অনেক আবেগপ্রবণ ও সৃজনশীল দৃষ্টিভঙ্গির হয় তারা সব সময় অভ্যন্তরীণ ও বহির্ভূত জ্ঞান অর্জনের জন্য ছুটে চলে এবং তাদের মধ্যে ধৈর্যসীমা অনেক বেশি হয়।
ক্রমিক নংনামনামের অর্থ
তাহির আবসারবিশুদ্ধ দৃষ্টি
তওসীফপ্রশংসা
তানভীরআলোকিত
তামজীদপ্রশংসা
তাকরীমসম্মান
তাফাজ্জলবদান্যতা
তানযীমসুবিন্যাসকারী
তারিকনক্ষত্রের নাম
তালালচমৎকার
১০তানভীর আনজুমআলোকিত তাঁরা
১১তানভীর মাহতাবআলোকিত চাঁদ
১২তাজওয়াররাজা
১৩তাজাম্মুলমর্যাদা
১৪তাহমীদসর্বক্ষণ আল্লাহর প্রশংসাকারী
১৫তাহাম্মুলধৈর্য
১৬তসলীমঅভিবাদন
১৭তকীধার্মিক
১৮তওফীকসামর্থ্য
১৯তওকীরসম্মান
২০তালিবঅনুসন্ধানকারী
২১তাহিরপবিত্র
২২তাযিনসুন্দর

মুসলিম ছেলেদের ‘দ’ দিয়ে ইসলামিক নাম

দ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

যাদের নামের প্রথম অক্ষর দ দিয়ে শুরু হয় তাদের ব্যক্তিত্বকে বিশ্লেষণার্থে মনোবিজ্ঞানের একটি শাখায় পরীক্ষা করে পাওয়া গিয়েছে যে, দ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের ব্যক্তিত্ব হল তাদের মধ্যে যেকোনো বিষয়ে চিন্তাভাবনা, আত্মনির্ভরতা, যৌক্তিকতা, স্বাধীনতা, এবং নিজের ভেতরে থাকা আবেগপ্রবণতাকে অন্যদের নিকট প্রকাশ করতে ভালোবাসে।
ক্রমিক নংনামনামের অর্থ
দিলোয়ারসাহসী
দিলদারপছন্দনীয় একজন
দাইয়ানবিচারক
দবীরচিন্তাবীদ
দিলির মনসুরসহসী বিজয়ী

মুসলিম ছেলেদের ‘ন’ দিয়ে ইসলামিক নাম

ন অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

ন অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের ব্যক্তিত্ব হল তারা অনেক নম্র ভদ্র ও উত্তম প্রকৃতির আদর্শ লোক হয়। তারা তাদের এই গুণকে কাজে লাগিয়ে অন্যদের সাথে খুব সহজেই সম্পর্ক গড়ে তুলতে এবং অন্যদের কাছে নিজের স্বাচ্ছন্দ্যতা প্রকাশ করতে পারে।
ক্রমিক নংনামনামের অর্থ
নুরআলো
নাফীসউত্তম
নাজীবভদ্র
নাফিউপকারী
নায়ীবপ্রতিনিধি
নাযীমব্যবস্থাপক
নাসিরসাহায্যকারী
নাসীমবিশুদ্ধ বাতাস
নাঈমস্বাচ্ছন্দ্য
১০নাবীহভদ্র
১১নাদিমসঙ্গী
১২নাকীবনেতা
১৩নিহালচারাগাছ
১৪নিয়াজপ্রার্থনা
১৫নুমানআল্লাহর রহমত প্রাপ্ত
১৬নাবিলআদর্শ লোক
১৭নাবীলশ্রেষ্ঠ

মুসলিম ছেলেদের ‘ফ’ দিয়ে ইসলামিক নাম

ত অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

ত অক্ষর দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের ব্যক্তিত্বের সাথে ফ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্বের সাথে কিছু কিছু মিল পাওয়া যায়। ফ অক্ষর দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা অনেক সৃজনশীল প্রকৃতির হতে পারে এবং সৃজনশীলতাকে উদঘাটনের জন্য স্বাভাবিক ঝোঁক বেশি থাকে তারা অনেক আশাবাদী ও তাদের ইচ্ছা শক্তি আকাঙ্ক্ষা বেশি থাকে।
ক্রমিক নংনামনামের অর্থ
ফুয়াদঅন্তর
ফয়সালবিচারক
ফরিদআলাদা
ফাহিমবুদ্ধিমান
ফালাহ্সাফল্য
ফায়জানশাসক
ফয়েজসম্পদ
ফাইয়াজদয়ালু
ফাতিনউৎসর্গ
১০ফতেহবিজয়ী
১১ফারহানপ্রফুল্ল
১২ফজলঅনুগ্রহ
১৩ফাহাদসিংহ
১৪ফিরোজসমৃদ্ধশালী
১৫ফিরোজ আহবাবসমৃদ্ধশালী বন্ধু
১৬ফাহিম আবরারবুদ্ধিমান ন্যায়বান
১৭ফাহিম আহমাদবুদ্ধিমান অতি প্রশংসনীয়
১৮ফাহিম আসাদবুদ্ধিমান সিংহ
১৯ফাহিম ফয়সালবুদ্ধিমান বিচারক
২০ফাহিম শাহরিয়ারবুদ্ধিমান রাজা
২১ফারহান আবসারপ্রফুল্ল তাঁরা
২২ফারহান মাসুদপ্রফুল্ল সৌভাগ্যবান
২৩ফাতিন নুরসুন্দর আলো
২৪ফাতিন ইশতিয়াকসুন্দর ইচ্ছা
২৫ফাতিন ওয়াহাবসুন্দর দান
২৬ ফারুক সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী

মুসলিম ছেলেদের ‘ব’ দিয়ে ইসলামিক নাম

ব অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

নামের প্রথম অক্ষর ব দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা যেকোনো বিষয়ে সফলতা অর্জনের জন্য অকাঠ্য পরিশ্রম ও দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে ছুটে চলে তারা কখনো অতীতকে স্মরণ করে না বরং ভবিষ্যৎকে সামনে রেখে ভবিষ্যৎপানে ছুটে চলে ভবিষ্যতে কি রয়েছে তা জানতে অনেক আগ্রহী থাকে।
ক্রমিক নংনামনামের অর্থ
বাকেরবিদ্বান
বজলুঅনুগ্রহ
বাসিতস্বচ্ছলতা দানকারী
বশীরসুসংবাদ বহনকারী
বরকতসৌভাগ্য
বখতিয়ারসৌভাগ্যবান
বাবুরসিংহ
বাকিরপছন্দনীয়
বোরহানপ্রমাণ
১০বাশারসুখবর আনয়নকারী
১১বিলালএকজন সাহাবীর নাম
১২বখতিয়ার গালিবসৌভাগ্যবান বিজয়ী
১৩বখতিয়ার আখতাবসৌভাগ্যবান বক্তা
১৪বখতিয়ার আসলামসৌভাগ্যবান নিরাপদ
১৫বখতিয়ার খলীলসৌভাগ্যবান বন্ধু
১৬বখতিয়ার রফিকসৌভাগ্যবান বন্ধু
১৭বখতিয়ার মাহবুবসৌভাগ্যবান প্রিয়
১৮বখতিয়ার মুস্তাফিজসৌভাগ্যবান উপকৃত
১৯বখতিয়ার মনসুরসৌভাগ্যবান বিজয়ী

মুসলিম ছেলেদের ‘ম’ দিয়ে ইসলামিক নাম

ম অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

সাধারণত ম দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের ব্যক্তিত্ব হল তাদের অন্তর অনেক উদার ও মহান প্রকৃতির হয় এবং আল্লাহর প্রশংসা করতে এবং সব সময় অন্যকে সাহায্য করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পছন্দ করে। ম দিয়ে ৫০ টি ইসলামিক নাম এবং নামের প্রকৃত অর্থ তুলে ধরা হয়েছে আশা করি এই নাম গুলি আপনার পছন্দ হবে এবং আপনার সন্তানের জন্য রাখলে অনেক মানানসই হবে
ক্রমিক নং নাম নামের অর্থ
মুহতাসিম ফুয়াদ মহান অন্তর
মাসুদ লতিফ সৌভাগ্যবান পবিত্র
মাসুম মুসফিক নিস্পাপ দয়ালু
মুনাওয়ার মেসবাহ প্রজ্জ্বলিত প্রদিপ
মুুশতাক ওয়াদুদ আগ্রহী বন্ধু
মুুশতাক তাহমিদ আল্লাহর প্রশংসাকারী
মুস্তফা রাফিদ মনোনিত প্রতিনিধি
মোসাদ্দ্কে হামিম প্রত্যয়নকারী বন্ধু
মুনাওয়ার আখতার দীপ্তমান তাঁরা
১০ মনসুর বিজয়ী
১১ মুনেম দয়ালু
১২ মুইন সাহায্যকারী
১৩ মোয়াজ্জেম মর্যাদাসম্পন্ন
১৪ মুয়ীয সম্মানিত
১৫ মোসাদ্দেক প্রত্যয়নকারী
১৬ মোসলেহ সংস্কারক
১৭ মেসবাহ প্রদীপ
১৮ মুস্তফা মনোনিত
১৯ মুশতাক আগ্রহ
২০ মুস্তাফিজ উপকৃত
২১ মোরশেদ পথ প্রদর্শক
২২ মোহসেন উপকারী
২৩ মাহবুব বন্ধু
২৪ মুকাররাম সম্মানিত
২৫ মুজাহিদ ধর্মযোদ্ধা
২৬ মুবারাক শুভ
২৭ মাহীর দক্ষ
২৮ মুবতাসিম হাস্যকর
২৯ মুবাসসির সুসংবাদ আনযনকারী
৩০ মাহফুজ সুরক্ষিত
৩১ মুরাদ আকাঙ্ক্ষা
৩২ মাসুদ সৌভাগ্যবান
৩৩ মুসতাকিম সঠিক
৩৪ মুশফিক দয়ালু
৩৫ মাসুম নিস্পাপ
৩৬ মুনাওয়ার দীপ্তমান
৩৭ মুজিদ লেখক
৩৮ মাহতাব চাঁদ
৩৯ মুজাম্মিল জড়ানো
৪০ মুজাক্কির স্মরণ
৪১ মুনতাজির অপেক্ষমান
৪২ মুশফিক বন্ধু
৪৩ মিসবাহ আলো
৪৪ মিনহাজ রাজা
৪৫ মাসুদ সাক্ষী
৪৬ মারুফ গ্রহণীয়
৪৭ মাকবুল জনপ্রিয়
৪৮ মাইমুন সৌভাগ্যবান
৪৯ মামুন সুরক্ষিত
৫০ মুমিন বিশ্বাসী

মুসলিম ছেলেদের ‘র’ দিয়ে ইসলামিক নাম

র অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

র দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের ব্যক্তিত্ব হল তাদের সকল বিষয়ে জানার ইচ্ছা ও আকাঙ্ক্ষা অনেক এবং অন্যকে সাহায্য করতে ও জ্ঞান অর্জনে সামনের দিকে অগ্রসর হতে পছন্দ করে। র অক্ষর দিয়ে অনেক সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে এই নামগুলো আপনার পছন্দের তালিকায় জুড়ে নিতে পারে
ক্রমিক নং নাম নামের অর্থ
রাশিদ শাহরিয়ার সঠিক পথে পরিচালিত রাজা
রাগীব নুর আকাঙ্ক্ষিত আলো
রফিকুল ইসলাম ইসলামের মহত্ত্ব
রফিকুল হাসান সুন্দরের উচ্চ
রবিউল হাসান ইসলামের বসন্তকাল
রাব্বানী রাশহা স্বর্গীয় ফলের রস
রাশীক সুন্দর
রায়হান সুগন্ধী ফুল
রাদ উপদেষ্টা
১০ রিজওয়ান সন্তুষ্টি
১১ রাফীদ প্রতিনিধি
১২ রমীজ প্রতীক
১৩ রফিক বন্ধু
১৪ রশীদ সঠিক পথে পরিচালিত
১৫ রওনাক সৌন্দর্য
১৬ রাইস ভদ্রব্যক্তি
১৭ রাহীম দয়ালু
১৮ রাহাত স্বাচ্ছন্দ্য
১৯ রাকীব অশ্বারোধী
২০ রাব্বানী স্বর্গীয়
২১ রহমত দয়া
২২ রহমান দয়ালু
২৩ রিয়াদ বাগান
২৪ রিহান রাজা
২৫ রাফি উঁচু
২৬ রকুনদ্দীন দ্বীনের স্ফুলিঙ্গ
২৭ রশিদ ধার্মিক
২৮ রঈসুদ্দীন দ্বীনের সাহায্যকারী
২৯ রায়হানুদ্দীন দ্বীনের বিজয়ী
৩০ রাফাত অনুগ্রহ

মুসলিম ছেলেদের ইসলামিক নাম ‘ল’ দিয়ে

ল অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

ল অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ছেলেরা অত্যন্ত বুদ্ধিমান বহির্ভূত জ্ঞান অর্জনে অগ্রসিল এবং সফলতা অর্জনের জন্য সব সময় সামনের দিকে অগ্রসর হতে পছন্দ করে। তাই ল অক্ষর দিয়ে শুরু হওয়া নামগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে সে নামগুলো আপনার সন্তানের জন্য রাখতে পারেন।
ক্রমিক নং নাম নামের অর্থ
লতীফ পবিত্র
লাযীম অপরিহার্য
লাবীব বুদ্ধিমান
লোকমান জ্ঞানী
লিয়াকত মেধা
লিবান সফল
লাজিম খলিল অপরিহার্য বন্ধু
লায়েস সিংহ

মুসলিম ছেলেদের ইসলামিক নাম ‘শ’ দিয়ে

শ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

শ দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের ব্যক্তিত্ব হল তারা অনেক ভালো মনের হয়, অনেক দয়াশীল অন্যকে কৃতজ্ঞতা জানাতে ভালবাসে এবং সব সময় আনন্দিত ও হাসিখুশি থাকতে পছন্দ করে।
ক্রমিক নং নাম নামের অর্থ
শাদমান সাকীব আনন্দিত উজ্জ্বল
শাদাব সিপার সবুজ বর্ণ
শিহাব শারার উজ্জ্বলতারকা
শাদাত সৌভাগ্য
শাদমান আনন্দিত
শাদাব সবুজ
শফিক দয়ালু
শাকিল সুপুরুষ
শামিম সুঘ্রাণ
১০ শাহরিয়ার রাজা
১১ শামিম সুন্দর
১২ শাকের কৃতজ্ঞ
১৩ শাকিব উজ্জ্বল

মুসলিম ছেলেদের ইসলামিক নাম ‘হ’ দিয়ে

হ অক্ষরের ব্যক্তিদের ব্যক্তিত্ত্ব

হ অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা সাধারণত ধার্মিক নম্র ভদ্র স্বদ গুণাবলী বন্ধুসুলভ ও সুন্দর প্রকৃতির হয়ে থাকে এই ধরনের নামগুলো আপনার পছন্দের তালিকায় যুক্ত করতে পারেন। হ অক্ষর দিয়ে ২৬ টি ইসলামিক অর্থবহ ও সুন্দর নাম দেওয়া হল
ক্রমিক নং নাম নামের অর্থ
হাসিন রায়হান সুন্দর সুগন্দি ফুল
হামিদ জাকের প্রশংসাকারী কৃতজ্ঞ
হামিদ ইয়াসির প্রশংসাকারী ধনবান
হামিদ আজিজ প্রশংসাকারী ক্ষমতাসীন
হামিদ আবরার প্রশংসাকারী ন্যায়বান
হামি জাফর রক্ষাকারী বিজয়
হাসিন আরমান সুন্দর ইচ্ছা
হাসিন আহমদ সুন্দর অতি প্রশংসনীয়
হায়াত জীবন
১০ হানিফ ধার্মিক
১১ হামীম বন্ধু
১২ হালীম নম্র, ভদ্র
১৩ হাসনাত গুণাবলি
১৪ হাসান উত্তম
১৫ হামিদ প্রশংসাকারী
১৬ হাফিজ রক্ষকারী
১৭ হাবীব বন্ধু
১৮ হাদীদ লোহা
১৯ হাসিন সুন্দর
২০ হাসিন আজহার সুন্দর অতি স্বচ্ছ
২১ হারিস বন্ধু
২২ হামদান প্রশংসাকারী
২৩ হাম্মাদ অধিক প্রশংসাকারী
২৪ হুসাম ধারালো তরবারি
২৫ হান্নান অতি দয়ালু
২৬ হাসান ইঙ্গিতদাতা

ইসলামে ছেলেদের যে সকল নাম রাখা হারাম

ছেলেদের নাম রাখার ক্ষেত্রে ইসলামে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানদের নামকরণ কর সুন্দর ভাবে যেন তার একটি ভালো অর্থ থাকে। কিন্তু বর্তমান বিশ্বের আধুনিক সমাজে অনেক পরিবাবে সন্তানের নামকরণ নিয়ে আত্মীয়স্বজনদের মাঝে এক ধরনের মতভেদ ও বিড়ম্বনার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় দাদাদাদিরা রাখে এক নাম

নানানানিরা রাখে এক নাম চাচা মামারা রাখে এক নাম আর বাবা মায়েরা ডাকে আরেক নাম ধরে যা কখনই ঠিক নয়। আবার অনেক মাবাবা আছেন যারা তার সন্তানের জন্য কোন নামগুলো রাখলে ভালো হবে এবং কোন নাম গুলো ভালো অর্থপুর্ণ ও ইসলামিক তা জানেন না। তাই ইসলামে কোন কোন নামগুলো রাখা যাবে তা আমি এই আর্টিকেলের

মুসলিম-ছেলেদের-যে-সকল-নাম-রাখা-হারাম

উপরের অংশে তালিকা বদ্ধ করেছি আর কোন কোন নামগুলো রাখা যাবেনা যা ইসলামে হারাম বলে ঘোষনা করা হয়েছে তা নিয়ে এখন আমরা আলোচনা করব। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম নাম হলো আব্দল্লাহ ও আব্দুর রহমান এক্ষেত্রে রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, তোমাদের সকল নাম সমূহের মধ্যে আল্লহর নিকট প্রিয় নাম হচ্ছে আব্দল্লাহ ও আব্দুর রহমান। কেননা এই নামদ্বয়ের মধ্যে আল্লাহর দাসত্বের স্বীকৃতি রয়েছে।

তাই চেষ্টা করবেন এই নামগুলো রাখার তাছাড়া বিভিন্ন সাহাবাগনের নামে এবং সকল নবীগনের নামে নাম রাখা যায়। তাহলে চলুন এবার পড়ি কোন নামগুলো রাখা ইসলামে হারাম বলে ঘোষনা করা হয়েছে।

  • মহান আল্লাহর তাআলার নামের সাথে মিল রাখেনা এমন নামের সঙ্গে (আব্দ এবং গোলাম) এদুটি নাম যুক্ত করে নাম রাখা হারাম যেমন-আব্দুল ওজ্জা অর্থাৎ (ওজ্জার দাস) আব্দুস শামস অর্থাৎ ((সূর্যের দাস) আব্দুল কামার অর্থাৎ চঁদ্রের দাস) আব্দুল মোত্তালিব অর্থাৎ (মোত্তালিবের দাস)আব্দুন নবী অর্থাৎ (নবীর দাস) এবং গোলাম রসুল, গোরাম নবী, আব্দুল আলী (আলীর উপাসক) গোলাম মুহাম্মদ (মুহাম্মদের উপাসক)।
  • শুধু আল্লাহর গুণবাচক নামগুলো রাখা যাবেনা এর সঙ্গে আব্দ বা অন্য ভালো কিছু যোগ করে ডাকতে হবে যেমন-গোলাম রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, আব্দুর ওয়াহাব, মুহাম্মদ বারী, মুহাম্মদ ছাত্তার, আব্দুল জলিল ইত্যাদি।
  • নামের সঙ্গে আব্দ বা গোলাম থাকলে সেগুলো বাদ দিয়ে যেমন আব্দুর রহমানকে ডাকা হয় শুধু রহমান বলে আব্দুর রহিমকে ডাকা হয় শুধু রহিম বলে এইভাবে নাম ধরে ডাকা যাবেনা কারণ এটি কবিরা গুণাহ।
  • মানুষ যে উপাধির যোগ্য নয় বা যে নামের মধ্যে মিথ্যাচার পাওয়া যায় সেই নামগুলো রাখা হারম যেমন- মালিকুল মুলক (রাজাদিরাজ), শাহেনশাহ (জগতের বাদশা) সাইয়্যেদুন নাস (মানবিজাতির নেতা) এবং মহারাজও রাখা হারাম কারণ তা একই অর্থ বহন করে।
  • এছাড়াও মত্যুর ফেরেস্তা মালাকুল মাউত এর নামে নাম রাখা যাবেনা।

লেখকের শেষ কথা

ছেলেদের নামকরণের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময় রয়েছে সন্তান জন্মের পরে কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে তিনদিন আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে সাত দিনের মধ্যেই আকীকা দিয়ে নামকরণ করতে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তান জন্মের পরে সন্তানের একটি সুন্দর ও ইসলামিক নাম রাখার জন্য অনেকেই অন্যের কাছে জানতে চাই বা নাম রাখা নিয়ে অনেক চিন্তিত থাকে তবে তাদের উদ্দেশ্যে বলি আমরা আমাদের

এই আর্টিকেলে মুসলিম ছেলেদের নাম রাখার গুরুত্ব ও ফজিলত এবং কোন কোন নাম গুলো রাখা হারাম ও কোন কোন নাম গুলো রাখা যাবে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং সকল অক্ষর দিয়ে ইসলামিক নাম গুলো টেবিলের মাধ্যমে দেখানো হয়েছে এই সকল নাম গুলো কুরআন শরীফে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটি নামেরই একটি সুন্দর ও পরিপূর্ণ অর্থ রয়েছে নামগুলো পড়ে আপনার

পছন্দমত যে কোন নাম আপনার পছন্দের তালিকায় যুক্ত করতে পারেন এবং আপনার সন্তানের জন্য রাখতে পারেন আশা করি এই নাম গুলো আপনার পছন্দ হবে। আর আর্টিকেলটি পড়ার মাধ্যমে যদি কোন ধরনের ভুল পেয়ে থাকেন তাহলে দয়া করে ভুল ক্ষমা করবেন। এবং নিচের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আমরা তা সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

কিছু জিজ্ঞাসিত প্রশ্ন এবং প্রশ্নের উত্তর

আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নাম কি?

উত্তরঃ আপনি যদি প্রশ্ন করে থাকেন যে, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নাম কি তাহলে আমি উত্তরে বলব আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের নামদ্বয়ের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নাম হল আব্দুল্লাহ ও আব্দুর রহমান

ইসলামিক নাম কেন রাখবো?

উত্তরঃ ইসলামিক নাম রাখার ব্যাপারে ইসলামে বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানদের ইসলামিক ও সুন্দর সুন্দর নাম রাখ কেননা কেয়ামতের দিন তার নামে এবং তার পিতার নামে নাম ধরে ডাকা হবে। এমনও হতে পারে ইসলামিক ও আল্লাহর নিকট পছন্দনীয় নাম রাখার কারণে আল্লাহ তাআলা তাকে এবং তার পিতামাতাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিতে পারেন।

ইসলামে ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম কি?

উত্তরঃ ইসলামের মধ্যে ছেলেদের সবথেকে প্রিয় থেকে জনপ্রিয় নাম হল মুহাম্মদ। বিশ্বের একটি রাষ্ট্র হল ইংল্যান্ড এই ইংল্যান্ড রাষ্ট্রের সবথেকে জনপ্রিয় নাম হল মুহাম্মদ। তারা এই নামে নাম করণ করতে সবথেকে বেশি পছন্দ করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url