313 জন শ্রেষ্ঠ সাহাবীর নাম - পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ
313 জন সাহাবীর নাম। আপনি কি জানেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবীর নাম কি এবং কতজন সাহাবী বদর যুদ্ধে শহীদ হন ও কতজন মুহাজির সাহাবী এবং কতজন আনসারী সাহাবী যুদ্ধে অংশ নিয়েছিলেন। যদি না জেনে থাকেন তাহলে
আজকের আর্টিকেলটি একমাত্র আপনার জন্য। আমাদের আজকের এই আর্টিকেলের মুল আলোচ্য বিষয় হল বদরের যুদ্ধে অংশ নেওয়া ৩১৩ জন সাহাবীর নাম কি? এবং ৩১৩ জন সাহাবীর মধ্যে কতজন আনসারী ও মুহাজির সাহাবী উপস্থিত ছিলেন।
পেইজ শিরোনামঃ313 জন সাহাবীর নাম
- 313 জন সাহাবীর নাম জেনে নিন
- ৮০ জন মুহাজির সাহাবীর নাম এক নজরে দেখুন
- ২৩৩ জন আনসারী সাহাবীর নাম কি তা জেনে নিন
- পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ
- বদর যদ্ধে শহীদ হওয়া শ্রেষ্ঠ সাহাবীদের নাম জেনে নিন
- লেখক এর শেষ কথাঃ313 জন সাহাবীর নাম
313 জন সাহাবীর নাম জেনে নিন
313 জন সাহাবীর নাম সম্পর্কে জানার আগে সর্বপ্রথমে আমাদের জানতে হবে আসলে সাহাবী কারা আর কেনই বা ঐতিহাসিক বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং এই ৩১৩ জন সাহাবী বলে কি উদ্দেশ্য করা হয়েছে। আমি আগের আলোচিত আর্টিকেলটিতেও সাহাবী শব্দের অর্থ এবং সাহাবী কারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি তবে আর্টিকেলের ধরণ এবং
ভাষাগতদিক থেকে একই শব্দ বারবার আসতে পারে। আসলে সাহাবী শব্দের আভিধানিক অর্থ হলো নবীর সঙ্গী, সাথী, সহচর, নবীর সাহচার্য লাভকারী ইত্যাদি। এবং পরিভাষায়, সাহাবী বলতে বোঝায়, রাসুলুল্লাহ (সঃ) এর জীবদ্দশায় অর্থাৎ তিনি যে সময়টুকু হায়াতুত্ত্ব তয়্যিবা লাভ করেছিলেন সেই সময়ের মধ্যে যারা রাসুলুল্লাহ (সঃ) কে নিজ চক্ষু দ্বারা দেখেছেন
আরও পড়ুনঃআয়ান নামের অর্থ কি - আয়ান নাম রাখা যাবে কি
তার প্রতি ঈমান এনেছেন, তার কথা মত চলেছেন, তার দেখানো পথকে সঠিক পথ বলে মান্য করেছেন ও সেই পথে চলেছেন, এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন প্রকৃতপক্ষে একমাত্র তাদেরকেই সাহাবী বলা হয়। ঐতিহাসিক বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইসলামের প্রথম যুদ্ধ আর বদর যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ হল সত্য মিথ্যা হক ও
বাতিলের এবং ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য মুসলিমদের সঙ্গে নিকৃষ্ট কাফেরদের ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে মুসলিমরা অসাধারণ এক বিজয় লাভ করেছিলেন। তখন ছিল আরবী শাবান মাসের দ্বিতীয় হিজরী কুরাইশদের বিরাট এক কাফেলা সিরিয়া থেকে আগমন করেন তাতে ছিল প্রচুর ধনসম্পদ এবং তার তত্ত্বাবধায়ক ছিল প্রায় ৪০ জনের মত।
কুরাইশদের ভয় ছিল যে তাদের কাফেলার উপর মুসলমানরা হয়ত আক্রমন করতে পারে এই ভেবে কাফেলার নেতা আবু সুফিয়ান একজন ব্যক্তিকে মক্কায় পাঠান সাহায্যের জন্য। এক পর্যায়ে তিনি মক্কায় পৌছে এইভাবে বলতে লাগলেন যে মুসলমানরা তাদের ধন এবং মালের ওপর আক্রমণ করেছেন এবং তাতে লুটতরাজ চালাচ্ছেন তাই সাহায্যের জন্য সকলকেইযেতে হবে।
সাহায্যের জন্য আহব্বান করার কারণ হল তাতে ছিল হাজারো লোকের গচ্ছিত ধন মাল। তখন কুরাইশের বড় বড় নেতারা ১,০০০ সৈন্যের বিরাট এক বাহিনী তৈরী করেন এবং মুসলমানদের ওপর আক্রমনের জন্য অগ্রসর হন। একথা যখন রাসুলুল্লাহ (সঃ) এর কানে পৌছালো এক পর্যায়ে রাসুল (সঃ) বুঝতে পারলেন যে মুসলমানদের জীবনে নেমে
আসতে চলেছে ভয়াবহ দুর্দিন। এই লক্ষ্যে যদি কুরাইশরা সফলকাম হয়ে যায় তাহলে ইসলামকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে এবং মুসলমানরা বিভিন্ন দিক থেকে লাঞ্চিত বঞ্চিত অপমানিত হতে পারে। এবং যত কাফের মুশরিক ও মুনাফেক আছে তারা মাথা নাড়া দিয়ে উঠতে পারে। এই ভেবে রাসুলুল্লাহ (সঃ) সকল দিক বিবেচনা করে ইসলামকে টিকিয়ে রাখার জন্য
এবং মুসলমানদের অত্যাচারী কুরাইশদের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহর ইশারায় তিনি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। এবং সকল সাহাবীদের একত্রিত করেন। এক্ষেত্রে নবী কারিম (সঃ) মাত্র ৩১৩ সংখ্যাবিশিষ্ট মুসলিম বাহিনী তৈরী করেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন। পক্ষান্তরে কুরাইশ বাহিনীরা ছিল ১,০০০ সদস্য বিশিষ্ট বাহিনী। মুসলমানদের সংখ্যা মাত্র
৩১৩ জন হওয়া সত্যেও প্রক্ষাত কুরাইশ বাহিনীদের এক হাজার সৈন্যের মধ্যে ৭০ জনকে হত্যা করে এবং ৭০ জনকে বন্দি করেন। এবং মুসলমানদের ৩১৩ জনের মধ্যে মাত্র ১৪ জন শহীদি বরণ করেন। যেখানে মুসলমানদের নিঃস্বেস হয়ে যাওয়ার কথা ছিল সেখানে মাত্র ১৪ জন শহীদ হন। এর কারণ হল স্বয়ং আল্লাহ তাআলা মুসলমানদের সাহায্য করেছিলেন এবং
আরও পড়ুনঃমুসলিম ছেলেদের আধুনিক নাম - ছেলেদের ইসলামিক নাম অর্থসহ ২০২৪
ঐতিহাসিক বদর যুদ্ধের মধ্য দিয়ে মুসলমানরা প্রথম বিজয় লাভ করেন। আর বদর যুদ্ধে যারা অংশ গ্রহণ করেছিলেন ৩১৩ জন সাহাবী বলে তাদেরকেই উদ্দেশ্য করা হয়েছে। এই যুদ্ধে যে ৩১৩ জন সাহাবীগনেরা অংশ নিয়েছিলেন তাদের মধ্যে ৮০ জন ছিল মুহাজির এবং ২৩৩ জন ছিল আনসার। নিচে মোট ৩১৩ জন মুহাজির ও আনসারী সাহাবীর নাম টেবিলের মাধ্যমে দেখানো হল।
৮০ জন মুহাজির সাহাবীর নাম এক নজরে দেখুন
ক্রমিক নং | সাহাবীর নাম |
---|---|
১ | হযরত আবু বকর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২ | হযরত উমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩ | হযরত উসমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪ | হযরত আলী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫ | হযরত আবু কাবশাহ সুলাইম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬ | হযরত হামজা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭ | হযরত আবু মারছাদ গানাভী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮ | হযরত যায়েদ বিন হারেছা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯ | হযরত তোফায়েল বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০ | হযরত মারছাদ বিন আবু মারছাদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১ | হযরত উবাইদা বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২ | হযরত হুসাইন বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩ | হযরত ছালেম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪ | হযরত আউফ বিন উসাস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫ | হযরত আবু হুযায়ফা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬ | হযরত উতবা বিন রবীয়াহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭ | হযরত শুজা বিন ওয়াহাব রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮ | হযরত উক্কাশা বিন মিহসান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯ | হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০ | হযরত সুহাইব বিন সিনান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১ | হযরত উতবা বিন গাজওয়া রাদিআল্লাহু তাআ’লাআনহুন |
২২ | হযরত সুয়ায়েদ বিন মাখশী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৩ | হযরত মালেক বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৪ | হযরত হাতেব বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৫ | হযরত রবীআ বিন আকসাম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৬ | হযরত মুহরিয বিন নাজলা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৭ | হযরত সিনান বিন আবু সিনা রাদিআল্লাহু তাআ’লাআনহুন |
২৮ | হযরত আবু সিনান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৯ | হযরত ইয়াজিদ বিন রুকাইশ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩০ | হযরত মিদলাজ বিন আমনর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩১ | হযরত আব্দুল্লাহ বিন মাসউস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩২ | হযরত মিকদাদ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৩ | হযরত উমায়ের বিন আবী ওয়াক্কাস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৪ | হযরত সাদ বিন আবু উবাইদা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৫ | হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৬ | হযরত মাসউদ বিন সাদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৭ | হযরত মুআজ বিন উমায়ের রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৮ | হযরত সাদ বিন খাওলা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৯ | হযরত হাতেব বিন বালতাআহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪০ | হযরত জুবায়ের বিন আওয়াম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪১ | হযরত খালেদ বিন বুকাইর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪২ | হযরত আমের বিন আব্দুল্লাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৩ | হযরত আমের বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৪ | হযরত আমের বিন রবীআহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৫ | হযরত খাওলা বিন আবু খাওলা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৬ | হযরত ওয়াকেদ বিন আব্দুল্লাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৭ | হযরত আমের বিন সুরাকা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৮ | হযরত যায়েদ ইবনে খাত্তাব রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৯ | হযরত মুয়াত্তিব বিন আউফ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫০ | হযরত আম্মার বিন ইয়াসির রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫১ | হযরত আকরাম বিন আবুল রাদিআল্লাহু তাআ’লাআনহুআকরাম |
৫২ | হযরত শাম্মাস বিন উসমা ন রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৩ | হযরত আবু সালামা বিন আবুল আসাদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৪ | হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৫ | হযরত ছুহাইব বিন সিনান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৬ | হযরত আমের বিন ফুহায়রা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৭ | হযরত বিলাল বিন রবাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৮ | হযরত খাব্বাব বিন আরাত রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৯ | হযরত যুশ শিমালাইন রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬০ | হযরত মাসউদ বিন রাবীআ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬১ | হযরত ওয়াহাব বিন আবু সারাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬২ | হযরত মিহজা মাওলা ওমর ফারুক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৩ | হযরত নু’মান বিন আসার বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৪ | হযরত মিকদাদ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৫ | হযরত উমায়ের বিন আবী ওয়াক্কাছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৬ | হযরত খাব্বাব ইবনুল মুনজির রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৭ | হযরত মাআজ বিন যিয়াদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৮ | হযরত সাকাফ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৯ | হযরত আমর বিন আবু সারাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭০ | হযরত আবু সাইব উসমান বিন মাজউন রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭১ | হযরত খাব্বাব মাওলা উতবা বিন গাজওয়ান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭২ | হযরত আব্দুল্লাহ বিন মাখ্রামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৩ | হযরত আবু উবাইদা ইবনে যাররাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৪ | হযরত মা’মার বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৫ | হযরত আব্দুল্লাহ বিন মাজউন রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৬ | হযরত কুদামা বিন মাজউন রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৭ | হযরত সাইব বিন উসমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৮ | হযরত উসমান বিন মাজউন রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৯ | হযরত সাঈদ বিন যায়েদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮০ | হযরত ইয়াজ বিন গানাম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৩৩ জন আনসারী সাহাবীর নাম কি তা জেনে নিন
ক্রমিক নং | সাহাবীর নাম |
---|---|
১ | হযরত নো’মান বিন আছার বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২ | হযরত মাকিল বিন আলমুনজির রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩ | হযরত মু’আজ বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪ | হযরত মাসউদ বিন খালদাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫ | হযরত মুরারা বিন রবী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬ | হযরত মালেক বিন কুদামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭ | হযরত মালেক বিন আবী খাওলা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮ | হযরত উমায়ের বিন নিয়ার রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯ | হযরত উবাইদা বিন সালাবা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০ | হযরত আব্দুল্লাহ বিন উনায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১ | হযরত আব্দুল্লাহ বিন আবস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২ | হযরত আবু সালামা বিন আব্দুল আসাদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩ | হযরত আব্দুল্লাহ বিন জুবাইর বিন নোমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪ | হযরত উবাদা বিন কুজায়ী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫ | হযরত তুলাইব বিন উমাইর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬ | হযরত সুয়াইবিত বি হারমালা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭ | হযরত সুহায়ল বিন রাফে রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮ | হযরত সাবরা বিন ফাতেক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯ | হযরত রুখাইলা বিন সালাবা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০ | হযরত রাফে বিন আল মুয়াল্লা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১ | হযরত খালেদ বিন সুয়াইল রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২ | হযরত খিদাশ বিন কাতাদা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৩ | হযরত খুবাইব বিন আদী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৪ | হযরত খুবাইব বিন ইছাফ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৫ | হযরত খারাইম বিন ফাতেক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৬ | হযরত খিরাশ ইবনুল ছিম্মাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৭ | হযরত আবু আয়্যুব আনসারী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৮ | হযরত বাহহাস বিন সালাবা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৯ | হযরত জাবর বিন আতীক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩০ | হযরত আনাছ আল হাবাশী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩১ | হযরত হেলাল বিন মুআল্লাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩২ | হযরত মুলাইল বিন ওবারাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৩ | হযরত ইতবান বিন মালেক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৪ | হযরত বুজাইর বিন আবী বুজাইর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৫ | হযরত কাব বিন যায়েদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৬ | হযরত সা’দ বিন সুহাইল রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৭ | হযরত জাবের বিন খালেদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৮ | হযরত সুলাইম বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৩৯ | হযরত জাহহাক বিন আবী আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪০ | হযরত নো’মান বিন আবী আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪১ | হযরত কায়েস বিন মাখলাদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪২ | হযরত সুরাকা বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৩ | হযরত আবু দাউদ উমায়ের রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৪ | হযরত উসাইমা আসাদী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৫ | হযরত আব্দুল্লাহ বিন কাব রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৬ | হযরত কায়েস বিন আবী শা’শা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৭ | হযরত হারাম বিন মিলহান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৮ | হযরত আবুল আওয়ার বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৪৯ | হযরত আবু যায়েদ কায়েস বিন সাকান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫০ | হযরত সাওয়াদ বিন গাজিয়্যহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫১ | হযরত মুহিজ বিন আমের রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫২ | হযরত আমের বিন উমাইয়া রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৩ | হযরত সাবেত বিন খানছা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৪ | হযরত আবু তালহা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৫ | হযরত হারেছ বিন সুরাকা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৬ | হযরত যায়েদ বিন সাহল রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৭ | হযরত সাহল বিন সাদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৮ | হযরত আউস বিন ছামেত রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৫৯ | হযরত আনাস বিন মুয়াজ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬০ | হযরত উবাই বিন কাব রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬১ | হযরত হারেছ বিন ছিম্মাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬২ | হযরত হারেছ বিন আতীক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৩ | হযরত সুহাইল বিন আতীক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৪ | হযরত সালাবা বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৫ | হযরত আবুল হামরা আল হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৬ | হযরত ওয়াদিয়াহ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৭ | হযরত উসাইমা আসযায়ী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৮ | হযরত আমর বিন মুখাল্লাদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৬৯ | হযরত নুমান বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭০ | হযরত মুওয়াজ বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭১ | হযরত রাফে বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭২ | হযরত আবু খাজাইমাহ বিন আউস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৩ | হযরত মাসউদ বিন আউস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৪ | হযরত আদী বিন আবু যাগ্বা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৫ | হযরত সুহাইল বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৬ | হযরত সুলাইম বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৭ | হযরত হারেছা বিন নোমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৮ | হযরত সুরাকা বিন কাব রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৭৯ | হযরত উমারা বিন হাজম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮০ | হযরত খালিফা বিন আদী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮১ | হযরত আতিয়্যা বিন নুয়াইরা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮২ | হযরত ফারওয়াহ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮৩ | হযরত যিয়াদ বিন লাবীদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮৪ | হযরত উবায়েদ বিন যায়েদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮৫ | হযরত খাল্লাদ বিন রাফে রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮৬ | হযরত রিফায়া বিন রাফে রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮৭ | হযরত মাসউদ বিন রাফে রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮৮ | হযরত আয়েজ বিন মায়েয রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৮৯ | হযরত মুয়াজ বিন মায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯০ | হযরত জাকওয়ান বিন আবী কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯১ | হযরত উকবা বিন উসমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯২ | হযরত সাদ বিন উসমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯৩ | হযরত হারেছ বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯৪ | হযরত কায়েস বিন মুহসান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯৫ | হযরত মুআজ বিন জাবাল রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯৬ | হযরত আমর বিন তাল্ক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯৭ | হযরত উবাদা বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯৮ | হযরত আবুল আয়াস বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
৯৯ | হযরত সালাবা বিন আনামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০০ | হযরত আবস বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০১ | হযরত মাওয়া আল বনী সুলাইম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০২ | হযরত কুতবা বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০৩ | হযরত সুলাইম বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০৪ | হযরত খালিদ বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০৫ | হযরত আব্দুল্লাহ বিন আবী মানাফ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০৬ | হযরত আব্দুল্লাহ বিন কায়েস খালেদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০৭ | হযরত মা’বাদ বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০৮ | হযরত আসওয়াদ বিন জুরাইক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১০৯ | হযরত জহহাক বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১০ | হযরত আব্দুল্লাহ বিন নোমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১১ | হযরত আব্দুল্লাহ বিন হুমায়্যিহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১২ | হযরত খারেজা বিন হিময়ার রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১৩ | হযরত জাব্বার বিন সাখর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১৪ | হযরত উতবা বিন আব্দুল্লাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১৫ | হযরত আব্দুল্লাহ বিন জাদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১৬ | হযরত সিনান বিন সাইফী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১৭ | হযরত তোফায়েল বিন নোমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১৮ | হযরত তোফায়েল বিন মালেক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১১৯ | হযরত সাবেত বিন খালেদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২০ | হযরত উকবা বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২১ | হযরত খাল্লাদ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২২ | হযরত মুআওয়াজ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২৩ | হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২৪ | হযরত উমায়ের বিন হুমাম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২৫ | হযরত উমায়ের বিন হারাম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২৬ | হযরত হুবাব বিন মনজির রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২৭ | হযরত জিয়াদ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২৮ | হযরত জমরাহ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১২৯ | হযরত কাব বিন জাম্মায রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩০ | হযরত আবদে রাব্বিহি রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩১ | হযরত মালেক বিন মাসউদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩২ | হযরত আবু উসায়েদ মালেক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩৩ | হযরত মুনজির বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩৪ | হযরত আব্দুল্লাহ বিন সা’লাবা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩৫ | হযরত নফল বিন সা’লাবা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩৬ | হযরত ফাকেহ বিন বিশ্র রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩৭ | হযরত আমর বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩৮ | হযরত আমর বিন ইয়াছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৩৯ | হযরত ওয়ারাকা বিন ইয়াছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪০ | হযরত রবী’ বিন ইয়াছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪১ | হযরত মালেক বিন দুখশুম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪২ | হযরত সাবেত বিন হায্যাল রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪৩ | হযরত নোমান বিন মালেক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪৪ | হযরত উবাদা বিন সাবেত রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪৫ | হযরত নফল বিন আব্দুল্লাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪৬ | হযরত আমর বিন বুকাইর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪৭ | হযরত মা’বাদ বিন আব্বাস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪৮ | হযরত উসায়ের বিন আছর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৪৯ | হযরত রিফায়াহ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫০ | হযরত উকবাহ বিন ওয়াহাব রাদিআল্লাহু তাআ’লাআনহু |
ক্রমিক নং | সাহাবীর নাম |
---|---|
১৫১ | হযরত যায়েদ বিন উবায়েদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫২ | হযরত আউস বিন খাওলা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫৩ | হযরত আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫৪ | হযরত আব্দুল্লাহ বিন রবী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫৫ | হযরত আব্দুল্লাহ বিন উরফুতাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫৬ | হযরত যায়েদ বিন মুযাইন রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫৭ | হযরত আব্দুল্লাহ বিন উমায়ের রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫৮ | হযরত তামীম বিন আয়ার রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৫৯ | হযরত হারিস বিন যিয়াদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬০ | হযরত আব্দুল্লাহ বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬১ | হযরত খোবায়ের বিন য়াসাফ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬২ | হযরত আব্বাদ বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬৩ | হযরত সুবাঈ বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬৪ | হযরত সিমাক বিন সা’দ রাদিআল্লাহু তাআ’লাআনহু 2 |
১৬৫ | হযরত বশির বিন সা’দ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬৬ | হযরত আব্দুল্লাহ বিন বিনরাওয়ারাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬৭ | হযরত খারেজা বিন যায়েদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬৮ | হযরত মালেক বিন নুমায়ালা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৬৯ | হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭০ | হযরত হারেস বিন আরফাজা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭১ | হযরত মালেক বিন কুদামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭২ | হযরত মুনযির বিন কুদামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭৩ | হযরত সাদ বিন খায়সামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭৪ | হযরত আবু দুজানা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭৫ | হযরত আবু আকীল আব্দুর রহমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭৬ | হযরত মুনযির বিন মুহাম্মদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭৭ | হযরত খাওয়াত বিন যুবাইর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭৮ | হযরত হারেস বিন নুমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৭৯ | হযরত আবু হাব্বাহ বিন আমর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮০ | হযরত আবুস সয়্যাহ বিন নোমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮১ | হযরত আসেম বিন কায়েস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮২ | হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮৩ | হযরত সালাম বিন সালামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮৪ | হযরত সাদ বিন যায়েদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮৫ | হযরত রাবী বিন রাফী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮৬ | হযরত যায়েদ বিন আছলাম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮৭ | হযরত আব্দুল্লাহ বিন ছাহল রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮৮ | হযরত ছাবেত বন আকরাম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৮৯ | হযরত মাআন বিন আদী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯০ | হযরত আনাছ বিন কাতাদাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯১ | হযরত আসেম বিন আদী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯২ | হযরত হারেছ বিন হাতেব রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯৩ | হযরত আবু লুবাবাহ আব্দুল মুনযির রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯৪ | হযরত সালাবা বিন হাতেব রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯৫ | হযরত উবায়েদ বিন আবু উবায়েদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯৬ | হযরত রাফে বিন আনজাদা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯৭ | হযরত উয়াইম বিন সায়েদাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯৮ | হযরত সাদ বিন উবায়েদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
১৯৯ | হযরত ইয়ায বিন বুকাইর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০০ | হযরত সফওয়ান বিন ওয়াহাব রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০১ | হযরত আমের বিন সালামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০২ | হযরত উমায়ের বিন আউফ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০৩ | হযরত সা’দ বিন মুয়াজ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০৪ | হযরত আব্দুল্লাহ বিন সুহাইল রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০৫ | হযরত আব্দুল্লাহ বিন সালামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০৬ | হযরত আবু সাবরা আল কুরাইশী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০৭ | হযরত খুনাইস বিন হুজাইফা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০৮ | হযরত রিফায়াহ বিন আব্দুল মুনযির রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২০৯ | হযরত মমুবাশিশর বিন আব্দুল মুনযির রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১০ | হযরত সাহল বিন হুনাইফ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১১ | হযরত আমর বিন মাবাদ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১২ | হযরত মুআত্তিব বিন কুরাইশ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১৩ | হযরত আসেম বিন সাবেত রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১৪ | হযরত আবু বুরদাহ আল হানী রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১৫ | হযরত আবু আবস বিন জবর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১৬ | হযরত আব্দুল্লাহ বিন তারেক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১৭ | হযরত নসর বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১৮ | হযরত উবায়েদ বিনর আউস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২১৯ | হযরত কাতাদা বিন নোমান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২০ | হযরত উবায়েদ বিন তাইয়িহান রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২১ | হযরত সালামা বিন আসলাম রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২২ | হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২৩ | হযরত হারেছ বিন খাজামা রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২৪ | হযরত সালামা বিন সাবেত রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২৫ | হযরত হারেস বিন আনাস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২৬ | হযরত আনাস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২৭ | হযরত হারেস বিন আউস রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২৮ | হযরত আমর বিন মুআজ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২২৯ | হযরত সাদ বিন মু্আজ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৩০ | হযরত ইয়াযিদ বিন হারেছ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৩১ | হযরত আব্বাদ বিন বিশর রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৩২ | হযরত বুকাইর বিন সুদাক রাদিআল্লাহু তাআ’লাআনহু |
২৩৩ | হযরত আবু হুরাইরাহ রাদিআল্লাহু তাআ’লাআনহু |
পুরুষ সাহাবীদের নামের তালিকা অর্থসহ
ক্রমিক নং | নাম | নামের অর্থ |
---|---|---|
১ | আব্দুল্লাহ | আল্লাহর দাস |
২ | আব্দুর রহমান | দয়াময় |
৩ | আবু বকর | পিতার বন্ধু |
৪ | ওমর | দৃঢ়তা |
৫ | উসমান | শান্তি |
৬ | আলী | সুউচ্চ |
৭ | যুবাইর | জ্বলন্ত |
৮ | তালহা | লম্বা |
৯ | সা’দ | সুখী |
১০ | আবু উবাইদা | উবাইদার পিতা |
১১ | সাঈদ | আনন্দিত |
১২ | আবরার | নেক বা সৎ ব্যাক্তি |
১৩ | আশরাফ | সৃষ্টির সেরা |
১৪ | আফসার | সম্মানিত বিচারক |
১৫ | আনিস | প্রিয় বন্ধু |
১৬ | বরদ | পুণিমার চাঁদ |
১৭ | আমির | নেতা |
১৮ | আনোয়ার | অতি উজ্জ্বল |
১৯ | আতহার | পবিত্র |
২০ | খলিল | বন্ধু |
২১ | খালিদ | সর্বদা থাকা |
২২ | আবু হুরাইরা | বিড়ার ছানাওয়ালার পিতা |
২৩ | আবু সাঈদ | পূণ্যবানের পিতা |
২৪ | সাআদ | মোবারক |
২৫ | সিদ্দিক | সদা সর্বদা সত্যবাদী ব্যক্তি |
২৬ | সাদিক | সদা সর্বদা সত্যবাদী ব্যক্তি |
২৭ | সাবির | ধৈর্যশীল |
২৮ | লোকমান | জ্ঞানী বা অভিজ্ঞ ব্যাক্তি |
২৯ | মুজাহিদ | ধর্মযোদ্ধা |
৩০ | মাসুদ | সৌভাগ্যবান ব্যাক্তি |
বদর যদ্ধে শহীদ হওয়া শ্রেষ্ঠ সাহাবীদের নাম জেনে নিন
ছয় জন শহীদ হওয়া মুহাজির সাহাবীর নাম
ক্রমিক নং | সাহাবীর নাম |
---|---|
১ | হযরত ওবায়দা ইবনে হারিছ রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
২ | হযরত ওমায়ের ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৩ | হযরত যুশ-শিমালাইন রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৪ | হযরত আকিল ইবনে বুকাইল রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৫ | হযরত মাহজা ইবনে সালেহ রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৬ | হযরত সাফওয়ান ইবনে বায়দা রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
আট জন শহীদি আনসারী সাহাবীর নাম
ক্রমিক নং | সাহাবীর নাম |
---|---|
১ | হযরত সাদ ইবনে খায়সামা রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
২ | হযরত মুবাশ্বর ইবনে আব্দুল মঞ্জির রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৩ | হযরত ওমায়ের ইবনে হুমাম রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৪ | হযরত ইয়াযিদ ইবনে হারিছ রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৫ | হযরত রাফি ইবনে মুয়াল্লাহ রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৬ | হযরত হারিছা ইবনে সুরাকা রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৭ | হযরত আওফ ইবনে হারিছ রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
৮ | হযরত মুআওবিয ইবনে হারিছ রাদিয়াল্লাহু তা'আলা আনহু |
গ্রীনল্যান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url